ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ২৩ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বঙ্গবন্ধু সেতুর ওপর ও সড়কে দুর্ঘটনা, রাতে টোল আদায় বন্ধ থাকা এবং ঈদকে কেন্দ্র করে মহাসড়কে অতিরিক্ত পরিবহনের চাপের কারণেই এই যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আজ শুক্রবার ভোররাত থেকে এই যানজটের সৃষ্টি হয়েছে। এতে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে রসুলপুর পর্যন্ত ২৩ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
এ ছাড়া বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে সেতুর পশ্চিম গোলচত্বর পর্যন্ত গাড়ি থেমে থেমে চলাচল করছে। ফলে ভোগান্তিতে পড়েছেন এই মহাসড়ক ব্যবহারকারী যাত্রী ও চালকেরা। ঈদে বাড়ি ফিরতে তাঁদের দুই থেকে তিন গুণ বেশি সময় লাগছে।
শ্যামলী পরিবহনের বাসচালক মিলটন বলেন, ‘চরম যানজটে নাকাল হয়ে পড়েছি। দুই কিলোমিটার যেতে ১ ঘণ্টার বেশি সময় লেগেছে। এখন গাড়ি বন্ধ করে বসে আছি।’
বাসের যাত্রী মো. ওবায়দুল বলেন, ‘বাড়ি কখন যাব জানি না। থেমে থেমে গাড়ি চলছে। ছোট ছোট বাচ্চা নিয়ে গাড়িতে গরমে বসে থাকতে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে।’
ঢাকাগামী ট্রাকচালক ময়নুল হোসেন বলেন, ‘আম নিয়ে ঢাকায় রওনা দিয়েছি। কখন ঢাকায় পৌঁছাব জানা নেই।’
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সেতুর পশ্চিম পাশে ১৭ নম্বর পিলারের কাছে বাস-পিকআপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে ১ ঘণ্টা ৪০ মিনিট টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এ ছাড়া অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ২৩ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বঙ্গবন্ধু সেতুর ওপর ও সড়কে দুর্ঘটনা, রাতে টোল আদায় বন্ধ থাকা এবং ঈদকে কেন্দ্র করে মহাসড়কে অতিরিক্ত পরিবহনের চাপের কারণেই এই যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আজ শুক্রবার ভোররাত থেকে এই যানজটের সৃষ্টি হয়েছে। এতে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে রসুলপুর পর্যন্ত ২৩ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
এ ছাড়া বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে সেতুর পশ্চিম গোলচত্বর পর্যন্ত গাড়ি থেমে থেমে চলাচল করছে। ফলে ভোগান্তিতে পড়েছেন এই মহাসড়ক ব্যবহারকারী যাত্রী ও চালকেরা। ঈদে বাড়ি ফিরতে তাঁদের দুই থেকে তিন গুণ বেশি সময় লাগছে।
শ্যামলী পরিবহনের বাসচালক মিলটন বলেন, ‘চরম যানজটে নাকাল হয়ে পড়েছি। দুই কিলোমিটার যেতে ১ ঘণ্টার বেশি সময় লেগেছে। এখন গাড়ি বন্ধ করে বসে আছি।’
বাসের যাত্রী মো. ওবায়দুল বলেন, ‘বাড়ি কখন যাব জানি না। থেমে থেমে গাড়ি চলছে। ছোট ছোট বাচ্চা নিয়ে গাড়িতে গরমে বসে থাকতে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে।’
ঢাকাগামী ট্রাকচালক ময়নুল হোসেন বলেন, ‘আম নিয়ে ঢাকায় রওনা দিয়েছি। কখন ঢাকায় পৌঁছাব জানা নেই।’
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সেতুর পশ্চিম পাশে ১৭ নম্বর পিলারের কাছে বাস-পিকআপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে ১ ঘণ্টা ৪০ মিনিট টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এ ছাড়া অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।
কক্সবাজার শহরে বাঁকখালী নদীতীরের পাঁচ কিলোমিটার এলাকায় দখল-দূষণ পর্যবেক্ষণ করে হতবাক হয়েছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ও সৈয়দা রিজওয়ানা হাসান। দুজন আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কস্তুরাঘাট খুরুশকূল সেতুসংলগ্ন এলাকায় নৌবন্দরের জন্য নির্ধারিত স্থানে যান।
২ মিনিট আগেদেশের তিন বিমানবন্দরে চার প্রকল্পের ৮১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ ১৯ জনের বিরুদ্ধে পৃথক চার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক
১৩ মিনিট আগেআদালতের রায়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ঘোষিত হওয়ার পরও গেজেট প্রকাশে বিলম্ব হওয়ার কারণ জানতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
২১ মিনিট আগেখাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষার্থী মুক্তি পেয়েছেন বলে জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। আজ বৃহস্পতিবার সংগঠনটির তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিবেক চাকমার পাঠানো এক বিবৃতিতে পাঁচ শিক্ষার্থীর মুক্তির বিষয়টি নিশ্চিত
২৮ মিনিট আগে