Ajker Patrika

যাত্রাবাড়ীতে পিকআপের ধাক্কায় পুলিশ সদস্যের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
যাত্রাবাড়ীতে পিকআপের ধাক্কায় পুলিশ সদস্যের মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সোহাগ ইসলাম (৩৩) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ধলপুর কমিউনিটি সেন্টারের সামনে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত ১০টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। 

সোহাগের বাড়ি গাজিপুরের কাপাসিয়া উপজেলার নামিলা গ্রামে। তাঁর বাবার নাম হজরত আলী। এক সন্তান ও স্ত্রীকে নিয়ে তিনি যাত্রাবাড়ী এলাকায় থাকতেন। 

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোহাগ কনস্টেবল হিসাবে পরিবহন শাখায় কর্মরত ছিলেন। বর্তমানে তিনি তেজগাঁও এসি পেট্রলের গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি পরিবার নিয়ে যাত্রাবাড়ী এলাকায় থাকত। 

আব্দুল খালেক আরও জানান, ডিউটি শেষে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন সোহাগ। ধলপুর কমিউনিটি সেন্টারের সামনে আসলে একটি অজ্ঞাত পিকআপ তাঁর মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে তাঁকে দ্রুত স্থানীয় মনোয়ারা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত