জাবি প্রতিনিধি
দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি সামাল দিতে ‘ব্যর্থ হওয়ায়’ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ সোমবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি সমাজবিজ্ঞান অনুষদের সামনে দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে শেষ হয়। পরে তাঁরা আধা ঘণ্টা ধরে মহাসড়কের আরিচাগামী লেন অবরোধ করে সমাবেশ করেন।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, ‘সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি। গণ-অভ্যুত্থানের পর দেশের জনগণ রাতে বাইরে বের হলে জীবন হুমকির মুখে পড়ছে। আপনি যদি দেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হন, তাহলে গদি ছেড়ে দেন। আমরা বিকল্প কাউকে ভেবে নেব।’
আরিফুজ্জামান উজ্জ্বল আরও বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর বিভিন্ন জেলায় যখন বিপ্লবীদের ওপর বিভিন্নভাবে হামলা হচ্ছিল, তখন স্বরাষ্ট্র উপদেষ্টা ডেভিল হান্ট নামের একটি অপারেশন চালু করেন। কিন্তু বাস্তবিকভাবে আমরা দেখেছি, গণ-অভ্যুত্থানের বিপ্লবীদেরই মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হচ্ছে। পুলিশ ও সেনাবাহিনী থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পদে এখনো আওয়ামী দোসরেরা বহাল রয়েছে। এসব আওয়ামী দোসরদের অনতিবিলম্বে চাকরিচ্যুত করতে হবে। অন্যথায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়া সম্ভব নয়। স্বরাষ্ট্র উপদেষ্টা যদি যথাসময়ে সঠিক পদক্ষেপ না নিতে পারেন, তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁর বিরুদ্ধে কঠোরতর কর্মসূচি দিতে বাধ্য হব।’
গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ বলেন, ‘ঠিক এই স্থানে দাঁড়িয়েই মাত্র সাত মাস আগে আমরা তৎকালীন ফ্যাসিস্ট এবং স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছিলাম। রাজপথে দাঁড়ানোর পরিণাম কী হয়েছে, আপনারা সবাই অবগত আছেন। ৫ আগস্ট পরবর্তী সময়ে আমাদের সবার আশা আকাঙ্ক্ষা সরকার গঠিত হয়েছিল। আমরা আশা করেছিলাম, আমার মা-বোনেরা নির্বিঘ্নে নিরাপদে যখন ইচ্ছা যেখানে ইচ্ছা যেতে পারবেন। আমরা নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য করতে পারব। নিরাপদে চলাচল করতে পারব।’
আব্দুর রশিদ আরও বলেন, ‘৫ আগস্টের পরে উপদেষ্টা পরিষদের যে সেক্টরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথা ছিল, আমরা দেখেছি সেই সেক্টরেই সবচেয়ে কম গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা এর মধ্যে একটি ষড়যন্ত্রের আভাস পাচ্ছি। এর আগে যখন এক স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, তাঁকে আমরাই পদচ্যুত করতে বাধ্য করেছিলাম। আমরা বহু আশা করেছিলাম যে, পরবর্তী সময়ে যে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব নেবে, তিনি জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে সক্ষম হবেন। কিন্তু দেশের শান্তি শৃঙ্খলা দিন দিন অবনতি হচ্ছে।’
সমাবেশে আব্দুর রশিদ বলেন, ‘আমার বোনেরা বাসের মধ্যে ধর্ষণের শিকার হচ্ছেন, যা আমাদের অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। জাসদ চরমপন্থী আমার ভাইদের গুলি করে হত্যা করছে। আমার মায়ের গলা থেকে সোনার চেইন ছিনতাই করে নিয়ে যাওয়া হয়। এগুলো দেখে সেই মাৎসন্যায়ের কথাই মনে পড় যায়। আমরা আপনাদের পদত্যাগ করার কোনো আলটিমেটাম দিচ্ছি না। আপনারা যদি সম্মানের সঙ্গে আপনাদের দায়িত্ব পালন করতে পারেন, করেন। অন্যথায় সম্মানের সঙ্গে পদত্যাগ করেন।’
দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি সামাল দিতে ‘ব্যর্থ হওয়ায়’ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ সোমবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি সমাজবিজ্ঞান অনুষদের সামনে দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে শেষ হয়। পরে তাঁরা আধা ঘণ্টা ধরে মহাসড়কের আরিচাগামী লেন অবরোধ করে সমাবেশ করেন।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, ‘সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি। গণ-অভ্যুত্থানের পর দেশের জনগণ রাতে বাইরে বের হলে জীবন হুমকির মুখে পড়ছে। আপনি যদি দেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হন, তাহলে গদি ছেড়ে দেন। আমরা বিকল্প কাউকে ভেবে নেব।’
আরিফুজ্জামান উজ্জ্বল আরও বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর বিভিন্ন জেলায় যখন বিপ্লবীদের ওপর বিভিন্নভাবে হামলা হচ্ছিল, তখন স্বরাষ্ট্র উপদেষ্টা ডেভিল হান্ট নামের একটি অপারেশন চালু করেন। কিন্তু বাস্তবিকভাবে আমরা দেখেছি, গণ-অভ্যুত্থানের বিপ্লবীদেরই মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হচ্ছে। পুলিশ ও সেনাবাহিনী থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পদে এখনো আওয়ামী দোসরেরা বহাল রয়েছে। এসব আওয়ামী দোসরদের অনতিবিলম্বে চাকরিচ্যুত করতে হবে। অন্যথায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়া সম্ভব নয়। স্বরাষ্ট্র উপদেষ্টা যদি যথাসময়ে সঠিক পদক্ষেপ না নিতে পারেন, তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁর বিরুদ্ধে কঠোরতর কর্মসূচি দিতে বাধ্য হব।’
গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ বলেন, ‘ঠিক এই স্থানে দাঁড়িয়েই মাত্র সাত মাস আগে আমরা তৎকালীন ফ্যাসিস্ট এবং স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছিলাম। রাজপথে দাঁড়ানোর পরিণাম কী হয়েছে, আপনারা সবাই অবগত আছেন। ৫ আগস্ট পরবর্তী সময়ে আমাদের সবার আশা আকাঙ্ক্ষা সরকার গঠিত হয়েছিল। আমরা আশা করেছিলাম, আমার মা-বোনেরা নির্বিঘ্নে নিরাপদে যখন ইচ্ছা যেখানে ইচ্ছা যেতে পারবেন। আমরা নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য করতে পারব। নিরাপদে চলাচল করতে পারব।’
আব্দুর রশিদ আরও বলেন, ‘৫ আগস্টের পরে উপদেষ্টা পরিষদের যে সেক্টরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথা ছিল, আমরা দেখেছি সেই সেক্টরেই সবচেয়ে কম গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা এর মধ্যে একটি ষড়যন্ত্রের আভাস পাচ্ছি। এর আগে যখন এক স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, তাঁকে আমরাই পদচ্যুত করতে বাধ্য করেছিলাম। আমরা বহু আশা করেছিলাম যে, পরবর্তী সময়ে যে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব নেবে, তিনি জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে সক্ষম হবেন। কিন্তু দেশের শান্তি শৃঙ্খলা দিন দিন অবনতি হচ্ছে।’
সমাবেশে আব্দুর রশিদ বলেন, ‘আমার বোনেরা বাসের মধ্যে ধর্ষণের শিকার হচ্ছেন, যা আমাদের অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। জাসদ চরমপন্থী আমার ভাইদের গুলি করে হত্যা করছে। আমার মায়ের গলা থেকে সোনার চেইন ছিনতাই করে নিয়ে যাওয়া হয়। এগুলো দেখে সেই মাৎসন্যায়ের কথাই মনে পড় যায়। আমরা আপনাদের পদত্যাগ করার কোনো আলটিমেটাম দিচ্ছি না। আপনারা যদি সম্মানের সঙ্গে আপনাদের দায়িত্ব পালন করতে পারেন, করেন। অন্যথায় সম্মানের সঙ্গে পদত্যাগ করেন।’
শৈলকুপায় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) সামরিক কমান্ডারসহ তিনজনকে গুলি করে হত্যার তিন দিন পর থানায় মামলা হয়েছে। আজ সোমবার মামলাটি করেন নিহত হানিফের ছোট ভাই হরিণাকুণ্ডু উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম এশা।
১ মিনিট আগেডা. শফিকুর রহমান বলেছেন, ‘ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, আওয়ামী লীগও শিক্ষা নেয়নি। তারা দেশের মানুষের ওপর জুলুম করেছে, নির্যাতন করেছে। দেশের সম্পদ লুণ্ঠন করেছে। সেই সম্পদ পাচার করে বিদেশে বেগমপাড়া গড়ে তুলেছে। এসব অপকর্ম...
১৮ মিনিট আগেবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী নিজেদের গড়ে তুলতে হবে। আমাদের কর্মকাণ্ডে যেন আর কোনো স্বৈরাচার অথবা যারা দেশের ভালো চায় না, তারা সুযোগ না পায়, সেদিকে নজর রাখতে হবে। মনে রাখতে হবে, আমাদের দিকে দেশবাসী তাকিয়ে আছে।’
২০ মিনিট আগেরংপুরের পীরগাছায় নিষিদ্ধঘোষিত সংগঠন হিজবুত তাওহীদের নেতা-কর্মীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। অগ্নিসংযোগ করা হয়েছে হিজবুত তাওহীদের অফিসসহ চার কর্মীর বাড়িতে। এ ছাড়া দুই কর্মীর বাড়িঘর ভাঙচুর করা হয়। এতে উভয় পক্ষের অনন্ত ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থল থেকে সাতজনকে
২৩ মিনিট আগে