Ajker Patrika

ডেঙ্গু নিয়ন্ত্রণে সফল হয়েছি: মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১২: ৪৬
Thumbnail image

দেশের ডেঙ্গু পরিস্থিতি ২০১৯ সালের তুলনায় এ বছর অনেক ভালো উল্লেখ করে ডেঙ্গু নিয়ন্ত্রণে সফল হয়েছেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। 

বুধবার সকালে রাজধানীর নিউমার্কেট সংলগ্ন ডিএসসিসির অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র উদ্বোধনের সময় ডিএসসিসির মেয়র এ কথা বলেন।

ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, '২০১৯ সালে ডেঙ্গু পরিস্থিতি সবচেয়ে খারাপ অবস্থায় ছিল। এ বছর অনেক অপপ্রচার অপরাজনীতি থাকা সত্ত্বেও আমাদের ১ হাজার ৫০ জন মশক কর্মীর পরিশ্রমের কারণে ২০১৯ সালের তুলনায় ২০২১ সালে ডেঙ্গু রোগীর সংখ্যা ১০ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছি। ২০১৯ সালে ১ লাখ ৫৫ হাজার ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। সবার শ্রমে, ভালো মানের কীটনাশকের কারণে এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা ১৫ হাজারের মধ্যে রয়েছে। আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণে সফল হয়েছি। গত পাঁচ দিনে ডেঙ্গু রোগীর পরিসংখ্যানে প্রতিদিন ৪০-এর নিচে রোগী রয়েছে। একটি স্বার্থান্বেষী মহল কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করেছিল, তারা ব্যর্থ হয়েছে।'

বর্জ্য স্থানান্তর কেন্দ্রের বিষয়ে মেয়র তাপস বলেন, 'গত ৪৫ বছরে মাত্র ২৪টি বর্জ্য স্থানান্তর কেন্দ্র ছিল। আমরা আরও ১২টি কেন্দ্র স্থাপন করেছি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৩৬টি ওয়ার্ডে আমাদের বর্জ্য স্থানান্তর কেন্দ্র স্থাপন সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে আমরা বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করছি। আমাদের কার্যক্রম চলমান থাকবে। আশা করি এই বছরের মধ্যে বাকি ওয়ার্ডেও বর্জ্য স্থানান্তর কেন্দ্র স্থাপন করা সম্ভব হবে।' 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত