নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের ডেঙ্গু পরিস্থিতি ২০১৯ সালের তুলনায় এ বছর অনেক ভালো উল্লেখ করে ডেঙ্গু নিয়ন্ত্রণে সফল হয়েছেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বুধবার সকালে রাজধানীর নিউমার্কেট সংলগ্ন ডিএসসিসির অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র উদ্বোধনের সময় ডিএসসিসির মেয়র এ কথা বলেন।
ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, '২০১৯ সালে ডেঙ্গু পরিস্থিতি সবচেয়ে খারাপ অবস্থায় ছিল। এ বছর অনেক অপপ্রচার অপরাজনীতি থাকা সত্ত্বেও আমাদের ১ হাজার ৫০ জন মশক কর্মীর পরিশ্রমের কারণে ২০১৯ সালের তুলনায় ২০২১ সালে ডেঙ্গু রোগীর সংখ্যা ১০ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছি। ২০১৯ সালে ১ লাখ ৫৫ হাজার ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। সবার শ্রমে, ভালো মানের কীটনাশকের কারণে এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা ১৫ হাজারের মধ্যে রয়েছে। আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণে সফল হয়েছি। গত পাঁচ দিনে ডেঙ্গু রোগীর পরিসংখ্যানে প্রতিদিন ৪০-এর নিচে রোগী রয়েছে। একটি স্বার্থান্বেষী মহল কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করেছিল, তারা ব্যর্থ হয়েছে।'
বর্জ্য স্থানান্তর কেন্দ্রের বিষয়ে মেয়র তাপস বলেন, 'গত ৪৫ বছরে মাত্র ২৪টি বর্জ্য স্থানান্তর কেন্দ্র ছিল। আমরা আরও ১২টি কেন্দ্র স্থাপন করেছি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৩৬টি ওয়ার্ডে আমাদের বর্জ্য স্থানান্তর কেন্দ্র স্থাপন সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে আমরা বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করছি। আমাদের কার্যক্রম চলমান থাকবে। আশা করি এই বছরের মধ্যে বাকি ওয়ার্ডেও বর্জ্য স্থানান্তর কেন্দ্র স্থাপন করা সম্ভব হবে।'
দেশের ডেঙ্গু পরিস্থিতি ২০১৯ সালের তুলনায় এ বছর অনেক ভালো উল্লেখ করে ডেঙ্গু নিয়ন্ত্রণে সফল হয়েছেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বুধবার সকালে রাজধানীর নিউমার্কেট সংলগ্ন ডিএসসিসির অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র উদ্বোধনের সময় ডিএসসিসির মেয়র এ কথা বলেন।
ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, '২০১৯ সালে ডেঙ্গু পরিস্থিতি সবচেয়ে খারাপ অবস্থায় ছিল। এ বছর অনেক অপপ্রচার অপরাজনীতি থাকা সত্ত্বেও আমাদের ১ হাজার ৫০ জন মশক কর্মীর পরিশ্রমের কারণে ২০১৯ সালের তুলনায় ২০২১ সালে ডেঙ্গু রোগীর সংখ্যা ১০ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছি। ২০১৯ সালে ১ লাখ ৫৫ হাজার ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। সবার শ্রমে, ভালো মানের কীটনাশকের কারণে এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা ১৫ হাজারের মধ্যে রয়েছে। আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণে সফল হয়েছি। গত পাঁচ দিনে ডেঙ্গু রোগীর পরিসংখ্যানে প্রতিদিন ৪০-এর নিচে রোগী রয়েছে। একটি স্বার্থান্বেষী মহল কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করেছিল, তারা ব্যর্থ হয়েছে।'
বর্জ্য স্থানান্তর কেন্দ্রের বিষয়ে মেয়র তাপস বলেন, 'গত ৪৫ বছরে মাত্র ২৪টি বর্জ্য স্থানান্তর কেন্দ্র ছিল। আমরা আরও ১২টি কেন্দ্র স্থাপন করেছি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৩৬টি ওয়ার্ডে আমাদের বর্জ্য স্থানান্তর কেন্দ্র স্থাপন সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে আমরা বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করছি। আমাদের কার্যক্রম চলমান থাকবে। আশা করি এই বছরের মধ্যে বাকি ওয়ার্ডেও বর্জ্য স্থানান্তর কেন্দ্র স্থাপন করা সম্ভব হবে।'
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৫ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
৫ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
৫ ঘণ্টা আগে