Ajker Patrika

ছুটিতে বাড়িতে শিক্ষার্থীরা, ঢাবির জহুরুল হলের বদ্ধ কক্ষে আগুন

ঢাবি প্রতিনিধি
ছুটিতে বাড়িতে শিক্ষার্থীরা, ঢাবির জহুরুল হলের বদ্ধ কক্ষে আগুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ২৫০ নম্বর কক্ষে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে হলে অবস্থানরত শিক্ষার্থীদের তৎপরতায় অল্প কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। ২৫০ নম্বর কক্ষের শিক্ষার্থীরা ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে রয়েছেন, একারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী একাধিক শিক্ষার্থীর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তারা আজকের পত্রিকাকে জানান, ইলেক্ট্রিক শর্ট সার্কিট থেকে এ আগুন লেগেছে, তবে ওই কক্ষে কেউ ছিল না৷ তবে বই খাতা, কাগজপত্র ও কাপড়চোপড়সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস পুড়ে গেছে।

ওই কক্ষের এক আবাসিক শিক্ষার্থী আইয়ুব মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমরা সবাই বাড়িতে ছিলাম, আগুনে কক্ষের বেশ জিনিসপত্রের ক্ষতি হয়েছে বলে জেনেছি।’

সার্বিক বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রহিম বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসকে অবগত করি। হলে গিয়ে দেখি শিক্ষার্থীরা আগুন নিভিয়ে ফেলে। ওই কক্ষে থাকা শিক্ষার্থীরা বাড়িতে যাওয়ার সময় সচেতনভাবে লাইনগুলো দেখেনি, তাদের সচেতনতার প্রয়োজন ছিল। বেশ গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র পুড়ে গেছে। ইলেকট্রনিক শর্ট সার্কিটের কারণে এ রকম ঘটনা ঘটেছে। হল নিরাপদ রাখতে সকলের সচেতনতা জরুরি বলে মন্তব্য করেন প্রাধ্যক্ষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

টাঙ্গাইলে মারধরের জেরে মুখোমুখি বণিক সমিতি ও শ্রমিক সংগঠন, পাল্টাপাল্টি বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত