অনলাইন ডেস্ক
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁর জামিন নামঞ্জুর করেন ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন।
সকালে জামিনের আবেদন করেন মাসুদ বিশ্বাসের আইনজীবী। পরে শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করা হয়।
গত ১৭ জানুয়ারি রাজধানীর মিরপুর-১০-এর সেনপাড়া পর্বতার বাসা থেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল মাসুদ বিশ্বাসকে গ্রেপ্তার করে। পরদিন আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত ২ জানুয়ারি মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।
মামলার এজাহারে বলা হয়, মাসুদ বিশ্বাস তাঁর নিজ নামে ১ কোটি ৮৭ লাখ ৭২ হাজার ৬২২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করে তা নিজে ভোগদখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
এ ছাড়া মাসুদ বিশ্বাসের স্ত্রী কামরুন নাহারের নিজ নামে ৭২ লাখ ৫৬ হাজার ৯৯৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদের তথ্য পাওয়ায় তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬ (১) ধারায় পৃথক সম্পদ বিবরণী নোটিশ জারির অনুমোদন দেওয়া হয়।
দুদক জানিয়েছে, ঢাকার বিভিন্ন জায়গায় এই দম্পতির নামে জমি ও ফ্ল্যাট রয়েছে। অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদ ও অর্থ পাচারের অভিযোগ পাওয়ার পর গত বছরের ২৫ সেপ্টেম্বর মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে অনুসন্ধানের কথা জানায় দুদক। অভিযোগ তদন্তে সংস্থাটির উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানকে দলনেতা করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁর জামিন নামঞ্জুর করেন ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন।
সকালে জামিনের আবেদন করেন মাসুদ বিশ্বাসের আইনজীবী। পরে শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করা হয়।
গত ১৭ জানুয়ারি রাজধানীর মিরপুর-১০-এর সেনপাড়া পর্বতার বাসা থেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল মাসুদ বিশ্বাসকে গ্রেপ্তার করে। পরদিন আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত ২ জানুয়ারি মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।
মামলার এজাহারে বলা হয়, মাসুদ বিশ্বাস তাঁর নিজ নামে ১ কোটি ৮৭ লাখ ৭২ হাজার ৬২২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করে তা নিজে ভোগদখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
এ ছাড়া মাসুদ বিশ্বাসের স্ত্রী কামরুন নাহারের নিজ নামে ৭২ লাখ ৫৬ হাজার ৯৯৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদের তথ্য পাওয়ায় তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬ (১) ধারায় পৃথক সম্পদ বিবরণী নোটিশ জারির অনুমোদন দেওয়া হয়।
দুদক জানিয়েছে, ঢাকার বিভিন্ন জায়গায় এই দম্পতির নামে জমি ও ফ্ল্যাট রয়েছে। অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদ ও অর্থ পাচারের অভিযোগ পাওয়ার পর গত বছরের ২৫ সেপ্টেম্বর মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে অনুসন্ধানের কথা জানায় দুদক। অভিযোগ তদন্তে সংস্থাটির উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানকে দলনেতা করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পাঁচটি স্থাপনার নতুন নামকরণ করা হয়েছে। এর মধ্যে ক্যাম্পাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাডেমিক ভবন ও শেখ হাসিনা ছাত্রী হলসহ ওই পরিবারের চার সদস্যের নামে চারটি স্থাপনা রয়েছে। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের সম্মেলনকক্ষে রিজেন্ট বোর্ডের সভা
১৬ মিনিট আগেফুলবাড়ী সীমান্তে বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার উপজেলার কুরুষা ফেরুষা সীমান্তের ৯৩৬ নম্বর প্রধান পিলারের পাশে ভারতীয় বসকোটাল এলাকার নো ম্যানস ল্যান্ডে এ বৈঠক হয়।
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চালতপাড় ডিগ্রি কলেজে ৯ সদস্যের আংশিক কমিটি দিয়েছে ছাত্রদল। কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৭ জনই নারী। কমিটিতে নারী শিক্ষার্থীদের প্রাধান্য দেওয়ায় প্রশংসায় ভাসছে ছাত্রদল। গতকাল শুক্রবার জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহীনুর রহমান ও সদস্যসচিব সমীর চক্রবর্তী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে
১ ঘণ্টা আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার নিকুছড়ি সীমান্তের জিরোপয়েন্টে স্থলমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি আহত হয়েছেন। আজ শনিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। মাইনে আহত মো. নুরুন্নবী (৪৮) সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লম্বাবিলের মৃত শফিকুর রহমানের ছেলে। তিনি আনসার-ভিডিপির সদস্য বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে