অনলাইন ডেস্ক
সিএনজিচালিত অটোরিকশার দৈনিক জমা ৯০০ টাকা করাসহ ৯ দফা দাবিতে রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করেছেন ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের সদস্যরা। আজ সোমবার দুপুরে বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সদর দপ্তরের সামনের সড়ক অবরোধ করেন তাঁরা। অবরোধের কারণে বনানী থেকে মহাখালীগামী যান চলাচল বন্ধ হয়ে যায়।
ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের সদস্যসচিব মো. গোলাপ সিদ্দিকি অবরোধের বিষয়টি নিশ্চিত করেন।
পরে বিকেল ৩টার দিকে কোনো পরবর্তী কর্মসূচি ঘোষণা না করেই সড়ক ছেড়ে যান সিএনজি চালকেরা। ডিএমপির ট্রাফিক (উত্তর) মহাখালী জোনের সহকারী কমিশনার মো. জুনায়েদ জাহেদী বলেন, ৯ দফা দাবিতে সিএনজি চালকেরা সড়ক অবরোধ করেছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ অবস্থান নিয়েছিল। বিকেল ৩টার দিকে অবরোধকারীরা সড়ক থেকে সরে যান। এখন কাকলি-মহাখালী সড়কে যান চলাচল স্বাভাবিক।
ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের অন্যান্য দাবিগুলো হচ্ছে—
১. ২০০৭ সালে ঢাকা মেট্রোর জন্য সরকার অনুমোদিত ৫ হাজার সিএনজি অটোরিকশা অবিলম্বে চালকদের নামে রেজিস্ট্রেশন (ব্লু-বুক) করে দিতে হবে।
২. ঢাকা শহরের আয়তনের সঙ্গে সংগতি রেখে আরও ১৫ হাজার সিএনজি অটোরিকশা চালকদের নামে অনুমোদন দিতে হবে।
৩. সিএনজি অটোরিকশাচালক কর্মরত অবস্থায় দুর্ঘটনায় কবলিত হয়ে মৃত্যুবরণ করলে রাষ্ট্রের পক্ষ থেকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।
৪. আইএলও কনভেনশন ৮৭ অনুযায়ী অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে।
৫. প্রশাসনের সব ধরনের চালক হয়রানি বন্ধ করতে হবে।
৬. পার্কিংয়ের পর্যাপ্ত স্থান নির্ধারণ না করে নো পার্কিং মামলা বন্ধ করতে হবে।
৭. লেন/বাইলেন করে মহাসড়কে অটোরিকশা চলাচল করতে দিতে হবে।
৮. সড়ক পরিবহন আইন-২০১৮ এবং বিধিমালা ২০২৩-এর শ্রমিক স্বার্থবিরোধী ধারা ও বিধি বাতিল করতে হবে।
সিএনজিচালিত অটোরিকশার দৈনিক জমা ৯০০ টাকা করাসহ ৯ দফা দাবিতে রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করেছেন ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের সদস্যরা। আজ সোমবার দুপুরে বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সদর দপ্তরের সামনের সড়ক অবরোধ করেন তাঁরা। অবরোধের কারণে বনানী থেকে মহাখালীগামী যান চলাচল বন্ধ হয়ে যায়।
ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের সদস্যসচিব মো. গোলাপ সিদ্দিকি অবরোধের বিষয়টি নিশ্চিত করেন।
পরে বিকেল ৩টার দিকে কোনো পরবর্তী কর্মসূচি ঘোষণা না করেই সড়ক ছেড়ে যান সিএনজি চালকেরা। ডিএমপির ট্রাফিক (উত্তর) মহাখালী জোনের সহকারী কমিশনার মো. জুনায়েদ জাহেদী বলেন, ৯ দফা দাবিতে সিএনজি চালকেরা সড়ক অবরোধ করেছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ অবস্থান নিয়েছিল। বিকেল ৩টার দিকে অবরোধকারীরা সড়ক থেকে সরে যান। এখন কাকলি-মহাখালী সড়কে যান চলাচল স্বাভাবিক।
ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের অন্যান্য দাবিগুলো হচ্ছে—
১. ২০০৭ সালে ঢাকা মেট্রোর জন্য সরকার অনুমোদিত ৫ হাজার সিএনজি অটোরিকশা অবিলম্বে চালকদের নামে রেজিস্ট্রেশন (ব্লু-বুক) করে দিতে হবে।
২. ঢাকা শহরের আয়তনের সঙ্গে সংগতি রেখে আরও ১৫ হাজার সিএনজি অটোরিকশা চালকদের নামে অনুমোদন দিতে হবে।
৩. সিএনজি অটোরিকশাচালক কর্মরত অবস্থায় দুর্ঘটনায় কবলিত হয়ে মৃত্যুবরণ করলে রাষ্ট্রের পক্ষ থেকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।
৪. আইএলও কনভেনশন ৮৭ অনুযায়ী অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে।
৫. প্রশাসনের সব ধরনের চালক হয়রানি বন্ধ করতে হবে।
৬. পার্কিংয়ের পর্যাপ্ত স্থান নির্ধারণ না করে নো পার্কিং মামলা বন্ধ করতে হবে।
৭. লেন/বাইলেন করে মহাসড়কে অটোরিকশা চলাচল করতে দিতে হবে।
৮. সড়ক পরিবহন আইন-২০১৮ এবং বিধিমালা ২০২৩-এর শ্রমিক স্বার্থবিরোধী ধারা ও বিধি বাতিল করতে হবে।
রাজধানীর হাতিরঝিল মোড়ল গলিতে এক যুবদল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
৩ মিনিট আগে২০৩০ সালের মধ্যে রাজধানীতে নিরাপদ গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্যে ঢাকা শহরের বাস রুট যৌক্তিকীকরণ এবং প্রতি রুটে অভিন্ন কোম্পানির অধীনে বাস সার্ভিস চালুর একটি উদ্যোগ নিয়েছিল বিগত সরকার। এজন্য ২৪ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প শুরু করা হয় ২০২০ সালের ১ মার্চ।
৩৪ মিনিট আগেপুরোপুরি পাকেনি সুনামগঞ্জের জগন্নাথপুরের হাওরের ধান। তবে অকালবন্যার শঙ্কায় ১ বৈশাখ থেকে আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, ইতিমধ্যে ৩০ ভাগের বেশি জমির বোরো ফসল ঘরে তুলেছেন কৃষক।
৫ ঘণ্টা আগেবরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয় ভবনের নিচতলায় বসছে পানের বাজার। খেকুয়ানী বাজারের ইজারাদার শাহ আলম শিকদার এ বাজার বসাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে