Ajker Patrika

গাজীপুরে মহাসড়কে পিকেটিংয়ের সময় যুবদল নেতাসহ আটক ৩ 

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১৪: ৪০
Thumbnail image

বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের শেষ দিনে গাজীপুরে মহাসড়কে পিকেটিং করার সময় যুবদলের নেতাসহ তিনজনকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে গাজীপুর মহানগরীর কৃষি গবেষণা আবাসিক এলাকায় অবরোধ কর্মসূচি চলাকালে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন কুষ্টিয়া জেলা যুবদলের নেতা নাজমুল ইসলাম (৩৪), গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানাধীন উত্তর ধীরাশ্রম এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে মো. শাহাদাত হোসেন (৩৯) ও রংপুর সদর থানার মমিনপুর এলাকায় মৃত মজিবুর রহমানের ছেলে মো. রমজান আলী। তাঁরা সবাই গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় বসবাস করেন।

র‍্যাব-১-এর গাজীপুর স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্প কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও জানান, মহানগরীর বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকায় বিএনপির ডাকা অবরোধ সফল করতে কিছু উচ্ছৃঙ্খল জনতা সমবেত হয়। তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে। যানবাহনে অগ্নিসংযোগসহ জানমালের ক্ষতির আশঙ্কা রয়েছে—এমন সংবাদে এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অবরোধের পক্ষে কাজ করে জননিরাপত্তার হুমকি ও সরকারি কাজে বাধা দেওয়ায় তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে নাজমুল ইসলাম কুষ্টিয়া জেলা যুবদলের নেতা। তিনি গাজীপুরে আত্মগোপনে ছিলেন। আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত