Ajker Patrika

রাজধানীতে ৩১ ভরি সোনাসহ তিন গৃহকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ১৫: ৪৯
রাজধানীতে ৩১ ভরি সোনাসহ তিন গৃহকর্মী গ্রেপ্তার

রাজধানীর রমনা এলাকা থেকে ৩১ ভরি সোনাসহ তিন গৃহকর্মীকে গ্রেপ্তার করেছে ডিএমপির রমনা মডেল থানা-পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন তানজিনা আক্তার ফারিয়া, কহিনুর বেগম ও নাজমা আক্তার ওরফে লাইজু। 

আজ শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মো. সারোয়ার জাহান এই তথ্য জানান। 
 
মো. সারোয়ার জাহান বলেন, ‘গত ১৬ আগস্ট রোখসানা মজুমদার ব্যাংকের লকারে গচ্ছিত স্বর্ণালংকার এনে নিজের রমনার বাসার আলমারিতে রাখেন। পরে ৮ অক্টোবর গয়না দেখার জন্য আলমারির মধ্যে থাকা ব্যাগ খুলে দেখেন, ব্যাগের মধ্যে থাকা ৪৪ ভরি স্বর্ণালংকার ও ডায়মন্ডের ৫টি আংটি নেই। যার আনুমানিক মূল্য ৫২ লাখ টাকা। ১০ অক্টোবর তিনি রমনা থানায় মামলা করেন।’ 

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘মামলার পর গৃহকর্মী তানজিনা আক্তার ফারিয়া, নাজমা আক্তার লাইজু ও কহিনুর বেগমকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে তানজিনা আক্তার ফারিয়া ও মোসা. কহিনুর বেগম দুজন রোখসানা মজুমদারের বাসায় স্থায়ী গৃহকর্মী ছিলেন। নাজমা আক্তার ওরফে লাইজুকে অস্থায়ী কাজ করতেন। তারাই পরিকল্পনা করে চুরি করে।’ 

তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩১ ভরি ৪ আনা ৫ রতি সোনা উদ্ধার করা হয় বলেও জানান সারোয়ার জাহান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত