Ajker Patrika

গাজীপুরে স্কুল ছাত্রীর আত্মহত্যা

গাজীপুরে স্কুল ছাত্রীর আত্মহত্যা

গাজীপুর মহানগরীর সদর থানা এলাকায় এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে গাজীপুর মহানগরীর ২৮ নম্বর ওয়ার্ডের হারিনাল নয়াগাঁও এলাকা থেকে ওই স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত স্কুল ছাত্রী সাথী (১৬) গাজীপুর মহানগরীর হারিনাল নয়াগাঁও এলাকার মো. শহিদুল ইসলামের মেয়ে। সে গাজীপুর মহানগরীর এ আর মডেল স্কুলের দশম শ্রেণিতে পড়ত। 

পারিবারিক সূত্রে জানা যায়, স্কুল ছাত্রী সাথী সকাল সাড়ে আটটার দিকে প্রাইভেট পড়ে বাসায় আসে। এরপর ঘরের দরজা বন্ধ করে দেয়। এর কিছুক্ষণ পর নিহতের বাবা বাড়িতে ফিরে ডাকাডাকি করলে ঘরের ভেতর থেকে মেয়ের কোন সাড়াশব্দ না পেয়ে, জানালা দিয়ে উঁকি দিয়ে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় মেয়ের মরদেহ গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

গাজীপুর মেট্রোপলিটন জিএমপির সদর থানার উপপরিদর্শক (এসআই) ইমতিয়াজ বলেন, ‘মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত