নিজস্ব প্রতিবেদক
ঢাকা: দুইটি নাশকতার মামলায় হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার (৪ মে) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৬ মার্চ জুম্মার নামাজের পর হেফাজতে ইসলামের নেতাকর্মীরা বায়তুল মোকাররম এলাকায় লাঠিসোটা, ইটপাটকেল ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ মারমুখী হয়ে পথচারি, রাস্তার যানবাহন ও কর্তব্যরত পুলিশ বাহিনীর ওপর হামলা চালায়। এ ঘটনায় ওইদিনই পল্টন থানা পুলিশ বাদী হয়ে মামুনুল হকের বিরুদ্ধে নাশকতার মামলা করেন। এই মামলায় সাত দিনের রিমান্ড আবেদন চায় তদন্তকারী কর্মকর্তা। আদালত দুই দিন মঞ্জুর করেন।
অন্যদিকে গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের দেশব্যাপী হরতালে নেতাকর্মীরা পুলিশের কর্তব্যে বাঁধা দেয়। কর্মীরা নাশকতা সৃষ্টি করে। এই ঘটনায় পল্টন থানায় মামুনুল হকের বিরুদ্ধে আরেকটি মামলা হয়। এই মামলায় মামুনুলকে দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আদালত তিন দিন মঞ্জুর করেন।
এছাড়া মামুনুলকে আরও ছয়টি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে পুলিশ। পল্টন এলাকায় নাশকতার অভিযোগে গত এপ্রিলে দায়ের করা আরও দুটি মামলা এবং ২০১৩ সালে হেফাজতের তাণ্ডবের ঘটনায় দায়ের করা চার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। মহানগর হাকিম সত্যব্রত শিকদার দুই মামলায় রিমান্ড থেকে মামুনুলকে ফেরত আনার পর শুনানির জন্য দিন ধার্য করেন।
ঢাকা: দুইটি নাশকতার মামলায় হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার (৪ মে) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৬ মার্চ জুম্মার নামাজের পর হেফাজতে ইসলামের নেতাকর্মীরা বায়তুল মোকাররম এলাকায় লাঠিসোটা, ইটপাটকেল ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ মারমুখী হয়ে পথচারি, রাস্তার যানবাহন ও কর্তব্যরত পুলিশ বাহিনীর ওপর হামলা চালায়। এ ঘটনায় ওইদিনই পল্টন থানা পুলিশ বাদী হয়ে মামুনুল হকের বিরুদ্ধে নাশকতার মামলা করেন। এই মামলায় সাত দিনের রিমান্ড আবেদন চায় তদন্তকারী কর্মকর্তা। আদালত দুই দিন মঞ্জুর করেন।
অন্যদিকে গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের দেশব্যাপী হরতালে নেতাকর্মীরা পুলিশের কর্তব্যে বাঁধা দেয়। কর্মীরা নাশকতা সৃষ্টি করে। এই ঘটনায় পল্টন থানায় মামুনুল হকের বিরুদ্ধে আরেকটি মামলা হয়। এই মামলায় মামুনুলকে দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আদালত তিন দিন মঞ্জুর করেন।
এছাড়া মামুনুলকে আরও ছয়টি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে পুলিশ। পল্টন এলাকায় নাশকতার অভিযোগে গত এপ্রিলে দায়ের করা আরও দুটি মামলা এবং ২০১৩ সালে হেফাজতের তাণ্ডবের ঘটনায় দায়ের করা চার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। মহানগর হাকিম সত্যব্রত শিকদার দুই মামলায় রিমান্ড থেকে মামুনুলকে ফেরত আনার পর শুনানির জন্য দিন ধার্য করেন।
কুমিল্লা জেলার দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে ২৩ মামলার আসামি মো. আল-মামুন ওরফে মামুন সম্রাট খুন হওয়ার খবরে ওই এলাকায় মিষ্টি বিতরণ করেছে কিছু লোক। আজ শনিবার সকালে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজার ও বাসস্ট্যান্ডে লোকজনের মধ্যে তাঁরা এ মিষ্টি বিতরণ করেন।
১০ মিনিট আগেউত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাস আরও দুই দিন বন্ধ থাকবে। তবে অন্যান্য ক্যাম্পাসে আগামীকাল রোববার (২৭ জুলাই) থেকে শ্রেণিকার্যক্রম শুরু হবে।
১৫ মিনিট আগেচুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মনিরুল ইসলাম (৫০) নামের এক দিনমজুরকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার হাসাদাহ ইউনিয়নের মাধবপুর গ্রামে তাঁর লাশ মিলেছে। জীবননগর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।
১৬ মিনিট আগেরাজশাহীতে ধানের জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁরা হলেন মো. মেহেদী (২৪) এবং তাঁর মা পারভিন বেগম (৪০)। রাজশাহীর পবা উপজেলার আলিমগঞ্জ গ্রামের বাসিন্দা তাঁরা। আজ শনিবার ভোরে পবার কয়রা গ্রামের এক বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে র্যাব-৫-এর
২৭ মিনিট আগে