Ajker Patrika

৫ দিনের রিমান্ডে হেফাজত নেতা মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০৪ মে ২০২১, ১৯: ১০
৫ দিনের রিমান্ডে হেফাজত নেতা মামুনুল হক

ঢাকা: দুইটি নাশকতার মামলায় হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার (৪ মে) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৬ মার্চ জুম্মার নামাজের পর হেফাজতে ইসলামের নেতাকর্মীরা বায়তুল মোকাররম এলাকায় লাঠিসোটা, ইটপাটকেল ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ মারমুখী হয়ে পথচারি, রাস্তার যানবাহন ও কর্তব্যরত পুলিশ বাহিনীর ওপর হামলা চালায়। এ ঘটনায় ওইদিনই পল্টন থানা পুলিশ বাদী হয়ে মামুনুল হকের বিরুদ্ধে নাশকতার মামলা করেন। এই মামলায় সাত দিনের রিমান্ড আবেদন চায় তদন্তকারী কর্মকর্তা। আদালত দুই দিন মঞ্জুর করেন।

অন্যদিকে গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের দেশব্যাপী হরতালে নেতাকর্মীরা পুলিশের কর্তব্যে বাঁধা দেয়। কর্মীরা নাশকতা সৃষ্টি করে। এই ঘটনায় পল্টন থানায় মামুনুল হকের বিরুদ্ধে আরেকটি মামলা হয়। এই মামলায় মামুনুলকে দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আদালত তিন দিন মঞ্জুর করেন।

এছাড়া মামুনুলকে আরও ছয়টি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে পুলিশ। পল্টন এলাকায় নাশকতার অভিযোগে গত এপ্রিলে দায়ের করা আরও দুটি মামলা এবং ২০১৩ সালে হেফাজতের তাণ্ডবের ঘটনায় দায়ের করা চার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। মহানগর হাকিম সত্যব্রত শিকদার দুই মামলায় রিমান্ড থেকে মামুনুলকে ফেরত আনার পর শুনানির জন্য দিন ধার্য করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত