Ajker Patrika

প্রথম ধাপে মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রথম ধাপে মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশ

প্রথম ধাপে এক লাখ ৪৭ হাজার ৫৩৭ জন বীর মুক্তিযোদ্ধা এবং ১৯১ জন শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ করেছে সরকার। আগামী ৩০ জুনের মধ্যে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তালিকা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করেন। তিনি বলেন, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাদের প্রথম ধাপে স্বীকৃতি দেওয়া হলো।

প্রথম ধাপে প্রকাশিত বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতার নাম রয়েছে। বিভিন্ন কারণে সরকার যাদের খেতাব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে তাদের নামও মুক্তিযোদ্ধার তালিকায় থাকবে।

বীর মুক্তিযোদ্ধা হিসেবে জিয়াউর রহমানের নাম তালিকায় আছে জানিয়ে মন্ত্রী বলেন, একাত্তর সালে যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা মুক্তিযোদ্ধা, কারণ তারা মুক্তিযুদ্ধ করেছেন। তার অপকর্ম, চেতনাবিরোধী কাজ করেছেন, জাতির পিতাকে হত্যা করেছেন, এজন্য যেটুকু বাতিল করা দরকার সেটুকু করেছি। তবে তার নামের পাশে এসব লেখা থাকবে।

খন্দকার মোশতাকের নামও মুক্তিযোদ্ধার তালিকায় রয়েছে জানিয়ে মোজাম্মেল বলেন, খন্দকার মোশতাক মুজিবনগর সরকারের মন্ত্রী ছিলেন, বঙ্গবন্ধুর হত্যার সঙ্গেও জড়িত ছিলেন। তিনি অবৈধভাবে ক্ষমতা দখল করেন, আদালতও সেই ক্ষমতা ও কার্যক্রম অবৈধ ঘোষণা করেছেন। তার নাম মুক্তিযোদ্ধার তালিকায় থাকবে সঙ্গে তার কর্মও অর্থাৎ বঙ্গবন্ধুর খুনি হিসেবে অভিযুক্ত ছিলেন, চার্জশীট হয়েছে, বিচার হয়নি, মৃত্যুবরণ করেছেন- নামের পাশে এগুলো লেখা থাকবে।

প্রথম ধাপে বরিশাল বিভাগের ১২ হাজার ৫৬৩ জন, চট্টগ্রাম বিভাগের ৩০ হাজার ৫৩ জন, ঢাকা বিভাগের ৩৭ হাজার ৩৮৭ জন, ময়মনসিংহ বিভাগের ১০ হাজার ৫৮৮ জন, খুলনা বিভাগের ১৭ হাজার ৬৩০ জন, রাজশাহী বিভাগের ১৩ হাজার ৮৮৯ জন, রংপুর বিভাগের ১৫ হাজার ১৫৮ জন এবং সিলেট বিভাগের ১০ হাজার ২৬৪ জন বীর মুক্তিযোদ্ধার নাম চূড়ান্ত তালিকা প্রকাশ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।

৩০ এপ্রিলের মধ্যে গেজেটধারী বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে জানিয়ে মোজাম্মেল বলেন, সবকিছু যাচাই-বাছাই শেষে সবশেষ তালিকা ৩০ জুনের মধ্যে প্রকাশ করা হবে। নতুন করে মুক্তিযোদ্ধা হওয়ার জন্য কেউ কোনো আবেদন করতে পারবেন না, এখন শুধু আপিল করা হবে এরপর রিভিউ হবে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, দেশের প্রখ্যাত গবেষকদের নিয়ে একটি কমিটি করে তাদের সুপারিশের ভিত্তিতে ১৯১ জন শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে ধাপে ধাপে শহীদ বুদ্ধিজীবীদের আরও তালিকা প্রকাশ করা হবে। ৩০ জুনের মধ্যে এই তালিকা প্রকাশ করা হবে।

সব মিলিয়ে মুক্তিযোদ্ধার প্রকৃত সংখ্যা এক লাখ ৭০ হাজার পার হবে না বলে আশা করছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। তিনি বলেন, তালিকা চূড়ান্ত হওয়ার পর তাদের সনদ ও আইডি কার্ড দেওয়া হবে।

মোজাম্মেল বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি ৫০ বছরের মধ্যে ৩০ বছরই রাষ্ট্রীয় ক্ষমতায় থাকায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করেছে। রাজাকার, আলবদর, আলশামসসহ স্বাধীনতাবিরোধীদের পুনর্বাসিত করেছে এবং অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত