Ajker Patrika

ঈদে জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ জুলাই ২০২২, ১৪: ৩৭
ঈদে জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না: ডিএমপি কমিশনার

ঈদুল আজহার নামাজ আদায়কে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এই নিরাপত্তাব্যবস্থার মধ্যেও জঙ্গি হামলার আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

আজ শুক্রবার বেলা সোয়া ১১টায় জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন। 

ডিএমপি কমিশনার বলেন, জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তবে এ ধরনের ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে বলেও জানান তিনি। 

বিশেষ করে পীরদের উপাসনালয় বা আস্তানায় জঙ্গিদের হামলার একটা আশঙ্কা থাকে। শুধু তাই নয়, যেখানে বড় বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়, সেখানেই এ ধরনের আশঙ্কা থাকে। 

শফিকুল ইসলাম বলেন, নগরবাসীকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে ডিএমপির প্রস্তুতি রয়েছে। 

এ সময় ঈদের জামাতে মোবাইল ফোন না আনার পরামর্শ দিয়েছেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, মোবাইল ফোন আনলেও তা নিজ দায়িত্বে রাখবেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত