নিজস্ব প্রতিবেদক, সাভার
ঢাকার সাভারে সন্ত্রাসী হামলার শিকার স্বর্ণ ব্যবসায়ী আব্দুস সালাম (৫৫) আট দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। আজ রোববার ভোরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী আজকের পত্রিকাকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আব্দুস সালামের বাড়ি সাভার পৌর এলাকার পূর্ব জামসিং মহল্লায়। তিনি এলাকায়ই স্বর্ণের ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৫ মার্চ বিকেলে দোকান বন্ধ করে সালাম বাড়ি ফিরছিলেন। পথে রিকশায় বসা নিয়ে স্থানীয় এক যুবকের সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়। কিছু সময় পর সালাম জামসিং জয়পাড়া এলাকায় বাবুর চায়ের দোকানে চা খাচ্ছিলেন। এ সময় মেহেদী (৪০), রুবেল (৩৮), আব্দুল মান্নান (৩৯), রমেজ (৪০), আব্বাস (৪৫), কবির হোসেনসহ (৪০) কয়েকজন ধারালো অস্ত্র ও হকিস্টিক নিয়ে এসে হামলা চালান। চলে যাওয়ার সময় তাঁরা সালামের কাছে থাকা ২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়ে যান।
আব্দুস সালামের স্ত্রী আলেয়া বেগম বলেন, ‘ঘটনার পর আমার স্বামীকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার ভোরে তিনি মারা যান। নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে ওরা আমার স্বামীকে হত্যা করেছে।’
আলেয়া বেগম আরও বলেন, ‘আমার স্বামীকে যারা মেরেছে, ওরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তাদের সঙ্গে আমার স্বামীর কোনো বিরোধ ছিল না। শুধু রিকশায় ওঠাকে কেন্দ্র করে আমার স্বামীকে ওরা মেরেই ফেলল।’
এ বিষয়ে জানতে চাইলে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা হওয়ার পর একজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছি। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
ঢাকার সাভারে সন্ত্রাসী হামলার শিকার স্বর্ণ ব্যবসায়ী আব্দুস সালাম (৫৫) আট দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। আজ রোববার ভোরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী আজকের পত্রিকাকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আব্দুস সালামের বাড়ি সাভার পৌর এলাকার পূর্ব জামসিং মহল্লায়। তিনি এলাকায়ই স্বর্ণের ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৫ মার্চ বিকেলে দোকান বন্ধ করে সালাম বাড়ি ফিরছিলেন। পথে রিকশায় বসা নিয়ে স্থানীয় এক যুবকের সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়। কিছু সময় পর সালাম জামসিং জয়পাড়া এলাকায় বাবুর চায়ের দোকানে চা খাচ্ছিলেন। এ সময় মেহেদী (৪০), রুবেল (৩৮), আব্দুল মান্নান (৩৯), রমেজ (৪০), আব্বাস (৪৫), কবির হোসেনসহ (৪০) কয়েকজন ধারালো অস্ত্র ও হকিস্টিক নিয়ে এসে হামলা চালান। চলে যাওয়ার সময় তাঁরা সালামের কাছে থাকা ২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়ে যান।
আব্দুস সালামের স্ত্রী আলেয়া বেগম বলেন, ‘ঘটনার পর আমার স্বামীকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার ভোরে তিনি মারা যান। নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে ওরা আমার স্বামীকে হত্যা করেছে।’
আলেয়া বেগম আরও বলেন, ‘আমার স্বামীকে যারা মেরেছে, ওরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তাদের সঙ্গে আমার স্বামীর কোনো বিরোধ ছিল না। শুধু রিকশায় ওঠাকে কেন্দ্র করে আমার স্বামীকে ওরা মেরেই ফেলল।’
এ বিষয়ে জানতে চাইলে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা হওয়ার পর একজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছি। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
চেক জালিয়াতির মামলায় হাজির না হওয়ায় আসামি মোসলেম উদ্দিনের অনুপস্থিতিতেই রায় দিয়েছিলেন আদালত। দোষী সাব্যস্ত করে তাঁকে দেওয়া হয়েছিল এক বছরের কারাদণ্ড। পাশাপাশি জরিমানা করা হয় ৬০ লাখ টাকা। এ দণ্ড মাথায় নিয়েই সাত বছর লাপাত্তা ছিলেন তিনি।
২ ঘণ্টা আগেগোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে বাস ও ট্রাকের অন্তত ১৫ জন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফুকরা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বেদম প্রহার করেছেন শিক্ষক। এ ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভাইরাল)। গতকাল বৃস্পতিবার বিকেল থেকে ছড়িয়ে পড়া ভিডিওটি ৩৫ সেকেন্ডের। এর মধ্যে প্রথম ২৩ সেকেন্ড পর্যন্ত শিশুটিকে মারতে দেখা গেছে শিক্ষককে। ওই ২৩ সেকেন্ডে শিশুটিকে ২১ বার
৩ ঘণ্টা আগে