Ajker Patrika

সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী ‘জয় বাংলার জয়োৎসব’

ঢাবি প্রতিনিধি
সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী ‘জয় বাংলার জয়োৎসব’

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনের অংশ হিসেবে পাঁচ দিনব্যাপী ‘জয় বাংলার জয়োৎসব’ কর্মসূচি রাজধানীর ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টায় বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পাঁচ দিন ব্যাপী এই অনুষ্ঠানের শুরু হয়। 

অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধের ওপর তথ্য একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংক্রান্ত নাচ-গান, কবিতা আবৃত্তিসহ বর্ণাঢ্য সাংস্কৃতিক কর্মকাণ্ড। পরিবেশিত হয় ২৫ মার্চের গণহত্যার গল্প নিয়ে একটি মঞ্চনাটক। 

এ ছাড়া, জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত প্রামাণ্য চিত্র ‘সেই রাতের কথা বলতে এসেছি!’ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতের পাকিস্তানি হানাদার বাহিনী নির্বিচারে নিরীহ বাঙালিদের হত্যা করে। সেদিন রাতে পাকিস্তানি বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যে হত্যাকাণ্ড চালায় তাকে কেন্দ্র করে নির্মাণ করা হয় এই প্রামাণ্যচিত্রটি। 

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ঘুমন্ত নারী, পুরুষ, শিশু, ছাত্র, শ্রমিক নির্বিচারে গণহত্যা চালিয়েছে। জঘন্যতম গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য প্রধানমন্ত্রী চেষ্টা অব্যাহত রেখেছেন। আমরা আশা করি বিশ্বের বিবেকবান মানুষের বিবেক নাড়া দেবে। এই জঘন্য গণহত্যার বিশ্বব্যাপী মানুষ যেভাবে এর নিন্দা করবে এবং আমরা এর আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত