Ajker Patrika

বোনের বাড়ি যাওয়ার পথে খুন হলেন যুবক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
বোনের বাড়ি যাওয়ার পথে খুন হলেন যুবক

শেরপুর থেকে ছোপ বোনের বাড়ি মুন্সিগঞ্জে যাচ্ছিলেন সাইফুল ইসলাম (২৬)। পথিমধ্যে ফতুল্লার পঞ্চবটি এলাকায় ছিনতাইকারীর কবলে পরেন তিনি। ঘাতকেরা তাঁকে ছুরিকাঘাত করে সঙ্গের সবকিছু ছিনিয়ে নেয়। এদিকে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাইফুলের। 

আজ রোববার ভোরে ফতুল্লার পঞ্চবটি মেথরখোলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সাইফুল শেরপুর জেলার সদর থানার গাজীর খামার এলাকার মোতালেব হুসাইনের ছেলে। নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। 

সাইফুলের ছোট বোনের স্বামী সফিকুল বলেন, ‘সাইফুল দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছিল। তাই তাঁকে আমি আমার কর্মস্থল মুন্সিগঞ্জে আসতে বলি। এখানে আসলে তাঁর জন্য একটি চাকরির ব্যবস্থা করে দিতাম। গত শনিবার রাতে সে শেরপুর থেকে রওনা দেয়। রোববার ভোরে সে ফতুল্লায় নামে। তারপর আমাকে ফোন দিলে তাঁকে মোক্তারপুরগামী ইজিবাইক বা সিএনজিতে উঠতে বলি। তাঁর কিছুক্ষণ পরেই পুলিশ ফোন দিয়ে জানায় সাইফুলকে ছিনতাইকারীরা মেরে ফেলেছে।’ 

পুলিশ বলছে, নিহতের পকেট থেকে পাওয়া এনআইডি কার্ড থেকে পরিচয় শনাক্ত করা হয়েছে। তবে তাঁর সঙ্গে থাকা মোবাইলসহ টাকা-পয়সা কিছুই পাওয়া যায়নি। পরে তাঁর স্বজনদের খবর দেওয়া হলে তারা এসে মরদেহ শনাক্ত করে। 

এই বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক বলেন, ‘সাইফুলের বাম হাতে ও পায়ে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে—ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। হত্যাকারীদের শনাক্ত করে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত