Ajker Patrika

সেনাবাহিনীর তত্ত্বাবধানে নতুন ক্যাম্পাস নির্মাণসহ ১০ দফা দাবি জবি শিক্ষার্থীদের 

জবি প্রতিনিধি
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১৭: ১৬
সেনাবাহিনীর তত্ত্বাবধানে নতুন ক্যাম্পাস নির্মাণসহ ১০ দফা দাবি জবি শিক্ষার্থীদের 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণকাজ দ্রুত বাস্তবায়ন ও কাজে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ নগ্ন হস্তক্ষেপ করায় তাঁকে দ্রুত গ্রেপ্তারসহ ১০ দফা দাবিতে মানববন্ধন ও দফায় দফায় বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। 

আজ রোববার দুপুর ১২টায় ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা সম্মিলিতভাবে বিভিন্ন স্লোগান-সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার হাতে এসব কর্মসূচি পালন করেন। মানববন্ধনে নাট্যকলা বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী সুমাইয়া সোমা বলেন, ‘দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অতি দ্রুত শেষ করতে হবে। প্রশাসন ১০ দফা দাবি না মানলে আমরা রাস্তায় নামব’। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি সাইদুল ইসলাম সাইদ বলেন, আমরা শিক্ষার্থীরা ১০ দফা দাবি জানিয়েছি। আমরা ডানে-বাঁয়ে দেখতে চাই না, আমরা শুধু ক্যাম্পাসের কাজের অগ্রগতি চাই। এটা আমাদের প্রাণের দাবি। আগামী বুধবার পর্যন্ত সময় বেঁধে দিচ্ছি। এর মধ্যে যদি আমাদের ১০ দফা দাবি মানা না হয়, তাহলে কঠোর আন্দোলনে নামব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কোনো কুচক্রী মহলকে ভয় পায় না। 

উদ্ভিদবিজ্ঞান বিভাগের ১০ ব্যাচের শিক্ষার্থী রাকিব হাসান বলেন, আমদের ১২টা হল ছিল। এগুলো দখল হয়েছে। কারণ প্রশাসনের কোনো কার্যকর ভূমিকা ছিল না। জগন্নাথের প্রশাসন যে অদক্ষ তারা তা বারবার প্রমাণ করেছে। নিজেদের অধিকার আছে নিজেদের ক্যাম্পাস বুঝে নেওয়ার। তাই এখনই সময় আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের। আগামী বুধবারের মধ্যে ১০ দফা না নামলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। 

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন নতুন ক্যাম্পাসের কার্যক্রম খুবই কম। সাংবাদিকেরা সেখানে গেলে তাঁদের হেনস্তা করা হচ্ছে, মোবাইল ফোন কেড়ে নেওয়া হচ্ছে। সেই ক্যাম্পাস হয়েছে অপরাধী চক্রের অভয়ারণ্য। লজ্জার বিষয়, আজ দ্বিতীয় ক্যাম্পাসের কাজ বন্ধ রয়েছে। এত বড় কাজের মাত্র একজন কেন টেন্ডার জমা দেবে? প্রতিটা টেন্ডারের সুষ্ঠু তদন্ত করতে হবে।

মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক ঘুরে এসে মেইন গেটে শেষ হয়।

শিক্ষার্থীদের ১০ দফা দাবি হলো—
 ১. জগন্নাথ বিশ্ববিদ্যালয় নতুন ক্যাম্পাসের কাজ প্রধানমন্ত্রীর অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতাভুক্ত করা। 
২. প্রয়োজনে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরবর্তী নির্মাণকাজ শেষ করা। 
৩. ক্যাম্পাসের কাজে নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে উপজেলা চেয়ারম্যান শাহিনকে গ্রেপ্তার করতে হবে। 
৪. দ্বিতীয় ক্যাম্পাসে নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং অবিলম্বে পুলিশের থানা বাস্তবায়ন। 
৫. শিক্ষার্থীদের আবাসিক হলগুলো আগে সম্পন্ন করতে হবে। 
৬. লেক নির্মাণের টেন্ডারে যদি কোনো অনিয়ম হয়ে থাকে, তার সুষ্ঠু তদন্ত করতে হবে। 
৭. জরিপের মাধ্যমে পূর্ণাঙ্গ ২০০ একর জমি নিশ্চিত করা। 
৮. প্রকল্পে ছাত্র প্রতিনিধি যুক্ত করা বা শিক্ষার্থীদের কাছে প্রকল্পের সব তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। 
৯. দ্রুত পানি ও বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করতে হবে। 
১০. বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অনুষ্ঠান নতুন ক্যাম্পাস তথা দ্বিতীয় ক্যাম্পাসে করার ব্যবস্থা করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের আগে এসআই-এএসআইদের ব্যক্তিগত তথ্য তালাশে পুলিশ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

ইরানি নকশার ড্রোন হয়ে গেছে রাশিয়ার, ক্ষোভ বাড়ছে তেহরানে

ফ্লাইট এক্সপার্ট: গ্রামবাসীর কাছ থেকে কোটি টাকা হাতিয়েছেন এমডি

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত