অনলাইন ডেস্ক
‘ইন দ্য সার্চ অব লস্ট টিউন’ শীর্ষক ফটো স্টোরির জন্য ‘ফটোফি বর্ষসেরা আলোকচিত্রী পুরস্কার’ পেয়েছেন তরুণ আলোকচিত্রী রিয়াদ আবেদীন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর দিলু রোডে ফটোফির নিজস্ব কার্যালয়ে আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
বিভিন্ন কারণে বাংলাদেশের মানুষকে নিজের শিকড় ছেড়ে দেশের অন্যান্য স্থানে পাড়ি জমাতে হয়। কিন্তু শিকড়ের কাছে ফেরার আকুতি মনে রয়েই যায়। এই আকুতিকেই ফটো স্টোরিতে তুলে ধরেছেন এই তরুণ আলোকচিত্রী। একই কাজের জন্য গত বছর তিনি ‘সনি স্টুডেন্ট গ্রান্ট’ অর্জন করেন।
বাংলাদেশের একমাত্র ফাইন আর্ট ফটোগ্রাফি বিষয়ক প্রতিষ্ঠান ‘ফটোফি একাডেমি অব ফাইন আর্ট ফটোগ্রাফি’। এটি ২০১১ সাল থেকে দেশের একজন প্রতিশ্রুতিশীল আলোকচিত্রীকে এই পুরস্কার দিয়ে আসছে। এবারের পুরস্কার বিতরণীর মাধ্যমে ‘ফটোফি ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ পুরস্কারটি দশম বর্ষে পা রাখল। এ বছর পুরস্কারের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিল থ্রিসিক্সটি বিনোদন নামে একটি নিউজ পোর্টাল।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ডকুমেন্টারি ফটোগ্রাফার শফিকুল আলম কিরণ, আলোকচিত্রী জয় কে রায় চৌধুরী, ফটোফির সহপ্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান প্রমুখ।
শফিকুল আলম কিরণ বলেন, ‘আমরা একজন আরেকজনকে সম্মান করা প্রায় ভুলেই গেছি। আমরা শুধু নিজের কথা চিন্তা করি, সেখানে ফটোফি দেশের আলোকচিত্রীদের সম্মানিত করছে তা প্রশংসনীয়।’
ফটোফির সহপ্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান বলেন, ‘অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে আমরা পুরস্কারটিকে দশম বর্ষে নিয়ে আসতে পেরেছি। ফটোফির লক্ষ্য, নান্দনিক আলোকচিত্রচর্চার প্রসার আরও বাড়ানো।’
বিজয়ী আলোকচিত্রী রিয়াদের জন্ম ১৯৯৩ সালে। এর আগে তিনি ইয়ান পেরি স্কলারশিপে ফাইনালিস্ট হয়েছিলেন। তাঁর ছবি নিউইয়র্কে প্রদর্শিত হয়েছে। ফটোফি বর্ষসেরা আলোকচিত্রী পুরস্কার হিসেবে রিয়াদ পাচ্ছেন ২০ হাজার টাকা, একটি ক্রেস্ট ও সার্টিফিকেট।
‘ইন দ্য সার্চ অব লস্ট টিউন’ শীর্ষক ফটো স্টোরির জন্য ‘ফটোফি বর্ষসেরা আলোকচিত্রী পুরস্কার’ পেয়েছেন তরুণ আলোকচিত্রী রিয়াদ আবেদীন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর দিলু রোডে ফটোফির নিজস্ব কার্যালয়ে আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
বিভিন্ন কারণে বাংলাদেশের মানুষকে নিজের শিকড় ছেড়ে দেশের অন্যান্য স্থানে পাড়ি জমাতে হয়। কিন্তু শিকড়ের কাছে ফেরার আকুতি মনে রয়েই যায়। এই আকুতিকেই ফটো স্টোরিতে তুলে ধরেছেন এই তরুণ আলোকচিত্রী। একই কাজের জন্য গত বছর তিনি ‘সনি স্টুডেন্ট গ্রান্ট’ অর্জন করেন।
বাংলাদেশের একমাত্র ফাইন আর্ট ফটোগ্রাফি বিষয়ক প্রতিষ্ঠান ‘ফটোফি একাডেমি অব ফাইন আর্ট ফটোগ্রাফি’। এটি ২০১১ সাল থেকে দেশের একজন প্রতিশ্রুতিশীল আলোকচিত্রীকে এই পুরস্কার দিয়ে আসছে। এবারের পুরস্কার বিতরণীর মাধ্যমে ‘ফটোফি ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ পুরস্কারটি দশম বর্ষে পা রাখল। এ বছর পুরস্কারের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিল থ্রিসিক্সটি বিনোদন নামে একটি নিউজ পোর্টাল।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ডকুমেন্টারি ফটোগ্রাফার শফিকুল আলম কিরণ, আলোকচিত্রী জয় কে রায় চৌধুরী, ফটোফির সহপ্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান প্রমুখ।
শফিকুল আলম কিরণ বলেন, ‘আমরা একজন আরেকজনকে সম্মান করা প্রায় ভুলেই গেছি। আমরা শুধু নিজের কথা চিন্তা করি, সেখানে ফটোফি দেশের আলোকচিত্রীদের সম্মানিত করছে তা প্রশংসনীয়।’
ফটোফির সহপ্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান বলেন, ‘অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে আমরা পুরস্কারটিকে দশম বর্ষে নিয়ে আসতে পেরেছি। ফটোফির লক্ষ্য, নান্দনিক আলোকচিত্রচর্চার প্রসার আরও বাড়ানো।’
বিজয়ী আলোকচিত্রী রিয়াদের জন্ম ১৯৯৩ সালে। এর আগে তিনি ইয়ান পেরি স্কলারশিপে ফাইনালিস্ট হয়েছিলেন। তাঁর ছবি নিউইয়র্কে প্রদর্শিত হয়েছে। ফটোফি বর্ষসেরা আলোকচিত্রী পুরস্কার হিসেবে রিয়াদ পাচ্ছেন ২০ হাজার টাকা, একটি ক্রেস্ট ও সার্টিফিকেট।
বরিশালের হিজলায় প্রায় দেড় কোটি টাকার হাট-বাজার ইজারা কার্যক্রম প্রস্তুত করতে গিয়ে শিডিউল জমাই দিতে পারেনি ঠিকাদারেরা। স্থানীয় বিএনপির একটি পক্ষ উপজেলার ২০টি হাট-বাজারের শিডিউল প্রস্তুত প্রক্রিয়ায় নামে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি তারা।
১ ঘণ্টা আগেবিভাগীয় শহর রংপুরে গত দেড় দশকে মানুষের পাশাপাশি বেড়েছে যানবাহনের চাপ। কিন্তু ট্রাফিক ব্যবস্থার তেমন উন্নতি হয়নি। এতে তীব্র যানজটে দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। এ অবস্থা থেকে উত্তরণে তিন বছর আগে ৩৪ লাখ টাকা ব্যয়ে নগরীতে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হলেও তা কাজে আসছে না।
২ ঘণ্টা আগেএককালে ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি। বিএনপির সমর্থন নিয়ে হয়েছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানও। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভিড়তে শুরু করেন শামীম ওসমানের সঙ্গে। ২০১৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।
২ ঘণ্টা আগেবিশাল সমুদ্রসৈকত। তারই এক পাশের মাটি কেটে বানানো হচ্ছে বাড়ি। কেউ আবার বাড়ির আদলে পুকুর কেটে রেখেছে। অনেকে মাটি কেটে নিজেদের সীমানা তৈরি করেছে। গত ৫ আগস্ট রাজনীতির পটপরিবর্তনের পর পর্যটন সম্ভাবনাময় এলাকা নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ সৈকতের চিত্র এটি। সেখানে চলছে সৈকতের জায়গা দখলের
২ ঘণ্টা আগে