নিজস্ব প্রতিবেদক, সাভার
ঢাকার ধামরাই সাবরেজিস্ট্রারের কার্যালয়ে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় তাঁরা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নানা অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছেন।
অভিযান শেষে দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-২-এর সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ বলেন, আইন অনুযায়ী খাজনার রসিদ ছাড়া সাবকবলা দলিল করার কোনো সুযোগ নেই। এতে জাল দলিল ও একজনের জমি আরেকজনের নামে সাবকবলা হওয়ার সুযোগ থাকে এবং জমির শ্রেণি পরিবর্তন করা যেতে পারে। এর মাধ্যমে সরকারের রাজস্ব ফাঁকির সম্ভাবনা থাকে। ধামরাই উপজেলা সাবরেজিস্ট্রারের কার্যালয়ে এ ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।
মঞ্জুর সোহাগ আরও বলেন, ‘অভিযান পরিচালনাকালে গতকাল সোমবার সম্পাদিত ৫৯টি সাবকবলা দলিল যাচাই করা হয়। এর মধ্যে ১২টি দলিল পাওয়া গেছে, যা খাজনার রশিদ ছাড়াই রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে।’ এ ছাড়া জমির মূল্য কম দেখানোসহ নানা অনিয়মের প্রমাণ পাওয়া গেছে বলে জানান তিনি।
ওয়াহিদ মঞ্জুর সোহাগ বলেন, ‘আমরা সব তথ্য উপাত্ত সংগ্রহ করেছি। এসব বিষয়ে দুর্নীতি দমন কমিশনের প্রতিবেদন দাখিল করা হবে। কমিশন যে নির্দেশনা দেবে সেই অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এসব অভিযোগের বিষয়ে সাব রেজিস্ট্রার মঞ্জুরুল ইসলাম বলেন, ‘এখানে আর্থিক অনিয়ম হয় না। তবে কিছু দলিলে খাজনার রশিদ ছিল না। এটা অনিয়ম এর মধ্যে পড়ে। এ ধরনের সিস্টেম এখানে চলে।’
ঢাকার ধামরাই সাবরেজিস্ট্রারের কার্যালয়ে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় তাঁরা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নানা অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছেন।
অভিযান শেষে দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-২-এর সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ বলেন, আইন অনুযায়ী খাজনার রসিদ ছাড়া সাবকবলা দলিল করার কোনো সুযোগ নেই। এতে জাল দলিল ও একজনের জমি আরেকজনের নামে সাবকবলা হওয়ার সুযোগ থাকে এবং জমির শ্রেণি পরিবর্তন করা যেতে পারে। এর মাধ্যমে সরকারের রাজস্ব ফাঁকির সম্ভাবনা থাকে। ধামরাই উপজেলা সাবরেজিস্ট্রারের কার্যালয়ে এ ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।
মঞ্জুর সোহাগ আরও বলেন, ‘অভিযান পরিচালনাকালে গতকাল সোমবার সম্পাদিত ৫৯টি সাবকবলা দলিল যাচাই করা হয়। এর মধ্যে ১২টি দলিল পাওয়া গেছে, যা খাজনার রশিদ ছাড়াই রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে।’ এ ছাড়া জমির মূল্য কম দেখানোসহ নানা অনিয়মের প্রমাণ পাওয়া গেছে বলে জানান তিনি।
ওয়াহিদ মঞ্জুর সোহাগ বলেন, ‘আমরা সব তথ্য উপাত্ত সংগ্রহ করেছি। এসব বিষয়ে দুর্নীতি দমন কমিশনের প্রতিবেদন দাখিল করা হবে। কমিশন যে নির্দেশনা দেবে সেই অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এসব অভিযোগের বিষয়ে সাব রেজিস্ট্রার মঞ্জুরুল ইসলাম বলেন, ‘এখানে আর্থিক অনিয়ম হয় না। তবে কিছু দলিলে খাজনার রশিদ ছিল না। এটা অনিয়ম এর মধ্যে পড়ে। এ ধরনের সিস্টেম এখানে চলে।’
জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার ঘটনায় অন্তত ৭৪টি মামলার তদন্ত করছে পুলিশের বিশেষায়িত ইউনিট—পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এসব ঘটনায় নিহত ব্যক্তিদের অধিকাংশের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে। ময়নাতদন্ত না হওয়ায় হত্যা মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ কর্মকর্তারা কিছুটা বিপাকে পড়ছেন।
২ ঘণ্টা আগেবাংলাদেশে অভ্যন্তরীণ রুটে সফলতার পর এবার আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিচ্ছে নবীন ও উদীয়মান বেসরকারি এয়ারলাইনস এয়ার এ্যাস্ট্রা। এই লক্ষ্যে এয়ারবাসের চারটি উড়োজাহাজ সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে এয়ারলাইনসটি। বহরে উড়োজাহাজ যুক্ত হওয়া সাপেক্ষে চলতি বছরের শেষ নাগাদ প্রচলিত আঞ্চলিক...
২ ঘণ্টা আগেরংপুরের কাউনিয়ায় মরা তিস্তা নদীর ওপর সেতু নির্মাণ নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে। খুঁটি নির্মাণের পর চার বছর পেরিয়ে গেলেও অর্থাভাবে সেতুর বাকি নির্মাণকাজে হাত দেওয়া হয়নি। এতে চরাঞ্চলের ছয় গ্রামের মানুষের উপজেলা সদর ও হারাগাছ পৌর এলাকায় যাতায়াতে দুর্ভোগ দূর হচ্ছে না।
২ ঘণ্টা আগেপ্রায় দেড় মাস ধরে রাজধানীর ব্যস্ততম এলাকা নীলক্ষেতে প্রধান সড়কের এক পাশের প্রায় পুরোটা বন্ধ করে সুয়ারেজ লাইনের কাজ চলছে। বাকি অংশ দখল করে রেখেছেন হকাররা। বিপরীত সড়কে ডিভাইডার দিয়ে আলাদা লেন করলেও জনদুর্ভোগ কমেনি। এতে দীর্ঘ যানজটে আটকা পড়ে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে।
৩ ঘণ্টা আগে