উত্তরা (ঢাকা) প্রতিনিধি
নিজের ১৮ মাস বয়সী কন্যাসন্তানকে গলা টিপে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামি আবুল হোসেন ওরফে আবদুল্লাহকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। এটিইউর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল আজ বুধবার আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
মাহফুজুল আলম রাসেল জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে তাঁকে (আবদুল্লাহ) গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আবদুল্লাহ কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শম্ভুপুর গ্রামের বাসিন্দা।
মাহফুজুল আলম রাসেল বলেন, ‘২০১১ সালে আসামি নিজের ১৮ মাস বয়সী কন্যাসন্তান সুমাইয়াকে গলা টিপে হত্যা করেন। পরে তার মা সুরাইয়া বেগম বাদী হয়ে আবুল হোসেন ওরফে আবদুল্লাহর বিরুদ্ধে ভৈরব থানায় একটি হত্যা মামলার করেন। মামলার তদন্ত শেষে আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হলে বিজ্ঞ আদালত উক্ত চার্জশিট আমলে নিয়ে বিচারিক কার্যক্রম শুরু করেন।’
তিনি আরও বলেন, ‘বিচারিক কার্যক্রম শেষে ২০১৭ সালে কিশোরগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত আবুল হোসেন ওরফে আবদুল্লাহকে মৃত্যুদণ্ড দেন। পরে আবুল হোসেন ওরফে আবদুল্লাহকে গ্রেপ্তারের পর তাঁকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে রাখা হয়।’
এটিইউর এসপি আরও বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকারের পতনের পর গত ৬ আগস্ট কাশিমপুর কারাগারে হামলা-ভাঙচুর হলে আবুল হোসেন পালিয়ে যান। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ কোনাবাড়ী থানায় মামলা করে।’
এটিইউর এই কর্মকর্তা আরও বলেন, ‘আবুল হোসেন জেল থেকে পালিয়ে দীর্ঘদিন চট্টগ্রামে আত্মগোপনে ছিলেন। আত্মগোপনে থাকা অবস্থায় তিনি গত ১৩ ডিসেম্বর সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরিচয় গোপন করে চিকিৎসার জন্য ভর্তি হন। পরে এটিইউ তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করে।’ তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
নিজের ১৮ মাস বয়সী কন্যাসন্তানকে গলা টিপে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামি আবুল হোসেন ওরফে আবদুল্লাহকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। এটিইউর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল আজ বুধবার আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
মাহফুজুল আলম রাসেল জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে তাঁকে (আবদুল্লাহ) গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আবদুল্লাহ কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শম্ভুপুর গ্রামের বাসিন্দা।
মাহফুজুল আলম রাসেল বলেন, ‘২০১১ সালে আসামি নিজের ১৮ মাস বয়সী কন্যাসন্তান সুমাইয়াকে গলা টিপে হত্যা করেন। পরে তার মা সুরাইয়া বেগম বাদী হয়ে আবুল হোসেন ওরফে আবদুল্লাহর বিরুদ্ধে ভৈরব থানায় একটি হত্যা মামলার করেন। মামলার তদন্ত শেষে আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হলে বিজ্ঞ আদালত উক্ত চার্জশিট আমলে নিয়ে বিচারিক কার্যক্রম শুরু করেন।’
তিনি আরও বলেন, ‘বিচারিক কার্যক্রম শেষে ২০১৭ সালে কিশোরগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত আবুল হোসেন ওরফে আবদুল্লাহকে মৃত্যুদণ্ড দেন। পরে আবুল হোসেন ওরফে আবদুল্লাহকে গ্রেপ্তারের পর তাঁকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে রাখা হয়।’
এটিইউর এসপি আরও বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকারের পতনের পর গত ৬ আগস্ট কাশিমপুর কারাগারে হামলা-ভাঙচুর হলে আবুল হোসেন পালিয়ে যান। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ কোনাবাড়ী থানায় মামলা করে।’
এটিইউর এই কর্মকর্তা আরও বলেন, ‘আবুল হোসেন জেল থেকে পালিয়ে দীর্ঘদিন চট্টগ্রামে আত্মগোপনে ছিলেন। আত্মগোপনে থাকা অবস্থায় তিনি গত ১৩ ডিসেম্বর সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরিচয় গোপন করে চিকিৎসার জন্য ভর্তি হন। পরে এটিইউ তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করে।’ তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
রাজধানীর বনানীতে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে ছুরিকাঘাতে এক ছাত্র নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম জাহিদুল ইসলাম পারভেজ। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। ২৩ বছর বয়সী এ শিক্ষার্থীর বাড়ি ময়মনসিংহে।
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ডা. সুমিত সাহাকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা-পুলিশ। তিনি সংগঠনটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এ টি এম তুরাবের নামে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একটি গ্যালারির নামকরণ করা হয়েছে। বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের আগে সেই গ্যালারিতে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামফলক স্থাপন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৩ ঘণ্টা আগেবাংলাদেশ পুলিশ খারাপ না, এক খারাপ লোকের পাল্লায় পড়ে, এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল বলে মন্তব্য করেছেন দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) মো. মারুফাত হুসাইন।
৩ ঘণ্টা আগে