কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ঢাকার কেরানীগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ ও র্যাবের সোর্স আমিন হোসেন আসিফ (৩০) নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে গত ৩ ডিসেম্বর দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন আসিফ।
নিহত আসিফ কুমিল্লার চান্দিনা উপজেলার সাতগাঁও গ্রামের এরশাদ আলীর ছেলে। বর্তমানে স্ত্রী ও ছেলেকে নিয়ে কেরানীগঞ্জ মডেল থানাধীন চারাইল এলাকায় ভাড়া থাকতেন।
নিহতের স্ত্রী সালমা আক্তার বলেন, ‘আমার স্বামী পুলিশ ও র্যাবের সোর্স হিসেবে কাজ করতেন। এ জন্য বিভিন্ন মাদক ব্যবসায়ীদের সঙ্গে তাঁর দ্বন্দ্ব চলছিলে। এর আগেও মাদক ব্যবসায়ীরা তাঁকে মারধর করেছিল। এরই জেরে গত ৩ ডিসেম্বর সন্ধ্যার দিকে স্থানীয় কাইল্লা রাসেল তাঁকে মোবাইল করে ডাকেন। পরে রাত ৮টার দিকে আমি খবর পাই যে, আমার স্বামীকে মারধর ও ছুরিকাঘাত করা হয়েছে। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তীতে তাঁকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে আমার স্বামী মারা যান।’
নিহতের বড় ভাই মো. রফিকুল ইসলাম বলেন, ‘হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসিফ আমাদের সঙ্গে কথা বলেছে। এ সময় সে বলে, ওই দিন রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেঘরিয়া এলাকায় কলম ফ্যাক্টরির পাশে তাঁকে নিয়ে যাওয়া হয়। পরে ডাকু ফয়সাল, কালা, ঘটক, বিগশো, ট্যাপাসহ ১৫-১৬ জন মিলে আসিফকে বাঁশ দিয়ে মারধর ও ছুরিকাঘাত করেছে।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়টি নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানাকে অবহিত করা হয়েছে। সেখানকার থানা-পুলিশ বিষয়টি তদন্ত করবে।
ঢাকার কেরানীগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ ও র্যাবের সোর্স আমিন হোসেন আসিফ (৩০) নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে গত ৩ ডিসেম্বর দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন আসিফ।
নিহত আসিফ কুমিল্লার চান্দিনা উপজেলার সাতগাঁও গ্রামের এরশাদ আলীর ছেলে। বর্তমানে স্ত্রী ও ছেলেকে নিয়ে কেরানীগঞ্জ মডেল থানাধীন চারাইল এলাকায় ভাড়া থাকতেন।
নিহতের স্ত্রী সালমা আক্তার বলেন, ‘আমার স্বামী পুলিশ ও র্যাবের সোর্স হিসেবে কাজ করতেন। এ জন্য বিভিন্ন মাদক ব্যবসায়ীদের সঙ্গে তাঁর দ্বন্দ্ব চলছিলে। এর আগেও মাদক ব্যবসায়ীরা তাঁকে মারধর করেছিল। এরই জেরে গত ৩ ডিসেম্বর সন্ধ্যার দিকে স্থানীয় কাইল্লা রাসেল তাঁকে মোবাইল করে ডাকেন। পরে রাত ৮টার দিকে আমি খবর পাই যে, আমার স্বামীকে মারধর ও ছুরিকাঘাত করা হয়েছে। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তীতে তাঁকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে আমার স্বামী মারা যান।’
নিহতের বড় ভাই মো. রফিকুল ইসলাম বলেন, ‘হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসিফ আমাদের সঙ্গে কথা বলেছে। এ সময় সে বলে, ওই দিন রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেঘরিয়া এলাকায় কলম ফ্যাক্টরির পাশে তাঁকে নিয়ে যাওয়া হয়। পরে ডাকু ফয়সাল, কালা, ঘটক, বিগশো, ট্যাপাসহ ১৫-১৬ জন মিলে আসিফকে বাঁশ দিয়ে মারধর ও ছুরিকাঘাত করেছে।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়টি নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানাকে অবহিত করা হয়েছে। সেখানকার থানা-পুলিশ বিষয়টি তদন্ত করবে।
কিশোরগঞ্জে যুবলীগ নেতা মো. রবিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে লতিবাবাদ ইউনিয়নের মুকসেদপুর বড়পুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১১ মিনিট আগেসিলেটের বিশ্বনাথে সড়কের পাশ থেকে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাঁর নাম-পরিচয় শনাক্ত হয়নি। বয়স আনুমানিক ৩২ বলে পুলিশ জানিয়েছে। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বাওনপুর-ধনপুর পীরের বাজার এলাকায় সড়কের পাশে ওই ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।
২ ঘণ্টা আগেরাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৮ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে