Ajker Patrika

ঢাকা ১৭: এক কেন্দ্রে ৩ ঘণ্টায় ৩০ ভোট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৩: ৫১
ঢাকা ১৭: এক কেন্দ্রে ৩ ঘণ্টায় ৩০ ভোট

সারা দেশে চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। সকাল ৮টা থেকে শুরু হওয়া এ নির্বাচন চলবে বিকেল ৪টা পর্যন্ত। ঢাকা-১৭ আসনে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজে পাঁচ কেন্দ্রে বেলা ১১টা পর্যন্ত ভোট দিয়েছেন ৩০ জন ভোটার। 

সরেজমিনে ৬৫ নম্বর কেন্দ্রে ঘুরে জানা যায় এটি পুরুষদের জন্য। এখানে মোট ভোটার ২ হাজার ৬২১ জন। এই কেন্দ্রর পাঁচটি বুথ রয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, ১ নম্বর বুথে ১২,২ নম্বর বুথে ছয়, ৩ নম্বর বুথে সাত, ৪ নম্বর বুথে তিন এবং ৫ নম্বর বুথে দুজন ভোট দিয়েছেন। 

এই কেন্দ্রে নৌকা ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্ট দেখা যায়নি। জানতে চাইলে নৌকা প্রতীকের এজেন্টরা বলেন, অন্য কোনো প্রার্থীর এজেন্ট আসেনি। 

গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজে। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-১৭ আসনের বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত নৌকা প্রতীকে নির্বাচন করছেন। আরও লড়ছেন ছয়জন প্রার্থী। বাংলাদেশ সুপ্রীম পার্টি (বি. এস. পি) থেকে একতারা মার্কায় লড়ছেন শাহ আলম, আম মার্কায় ন্যাশনাল পিপলস পার্টির মো. গোলাম ফারুক মজনু, কুলা মার্কায় বিকল্প ধারা বাংলাদেশের মো. আইনুল হক, সোনালী আঁশ মার্কায় তৃণমূল বিএনপির কাজী শফিউল বাশার, টেলিভিশন মার্কায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) এস. এম. আবুল কালাম আজাদ ও বেলুন মার্কা নিয়ে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী আরাফাত আশওয়াদ ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত