নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার ওপর সম্প্রতি মব (দলবদ্ধ বিশৃঙ্খলা) চড়াও হওয়ার ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, কাউকে ডিম ছুড়ে মারা, জুতা নিক্ষেপ করা বা বাড়ি ঢুকে টেনেহিঁচড়ে বের করে আনার মতো কর্মকাণ্ড বিএনপি সমর্থন করে না।
আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
গত রোববার মবের হাতে হেনস্তা হওয়ার পর সাবেক সিইসি নূরুল হুদাকে পুলিশে সোপর্দ করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে দেখা যায়, সাদা টি-শার্ট ও লুঙ্গি পরা নূরুল হুদাকে ঘিরে রয়েছেন একদল লোক। নূরুল হুদাকে তাঁরা জুতার মালা পরিয়ে রেখেছেন। এক ব্যক্তি তাঁকে জুতা দিয়ে আঘাত করছেন। কেউ কেউ নূরুল হুদার দিকে ডিম ছুড়ে মারছেন। পুরো ঘটনার সময় পুলিশ সাবেক সিইসির পাশেই দাঁড়ানো ছিল।
এ ঘটনার সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, ‘২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে ভোটারবিহীন নির্বাচন অনুষ্ঠানের জন্য অবশ্যই সাবেক তিন সিইসি দায়ী। তাঁদের বিচার হতে হবে। তবে সেটা হতে হবে আইনসম্মতভাবে।
‘তবে কাউকে ডিম ছুড়ে মারা, জুতা নিক্ষেপ করা, বাড়িতে লোকজন গিয়ে টেনেহিঁচড়ে বের করা—এসব কর্মকাণ্ড বিএনপি কখনোই পছন্দ করে না। বিএনপি এ ধরনের ঘৃণ্য কাজের পক্ষে নয়।’
মব তৈরি করে কাউকে হেনস্তা করার ঘটনার পুনরাবৃত্তি আর যাতে না হয়, সে বিষয়ে ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। এ ধরনের কাজে বিএনপির কেউ জড়িত থাকলে তাঁর বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, আগামী জাতীয় নির্বাচনের আগে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা এবং মব ভায়োলেন্সের মতো অবৈধ কর্মকাণ্ড বন্ধ করা।
মব ভায়োলেন্সের সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে রিজভী বলেন, ‘যারা এ ধরনের ঘৃণ্য কাজের সঙ্গে জড়িত, তারা যে-ই হোক, খুঁজে বের করে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। পাশাপাশি যারা গণতন্ত্র ধ্বংস করেছে, নির্বাচন ধ্বংস করেছে, যারা দিনের ভোট রাতে করেছে, তাদের আইনসম্মতভাবে বিচার করতে হবে। তাদের বিরুদ্ধে যে মামলা হয়েছে, সেই মামলা অনুযায়ী বিচার হতে হবে। কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারবে না।’
করোনা প্রতিরোধে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে এ সময় অভিযোগ করেন বিএনপির এই নেতা।
তিনি বলেন, দেশে আবারও করোনার সংক্রমণ বাড়ছে। কিন্তু সরকার কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। একইভাবে ডেঙ্গু পরিস্থিতিও অবনতির দিকে যাচ্ছে।
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার ওপর সম্প্রতি মব (দলবদ্ধ বিশৃঙ্খলা) চড়াও হওয়ার ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, কাউকে ডিম ছুড়ে মারা, জুতা নিক্ষেপ করা বা বাড়ি ঢুকে টেনেহিঁচড়ে বের করে আনার মতো কর্মকাণ্ড বিএনপি সমর্থন করে না।
আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
গত রোববার মবের হাতে হেনস্তা হওয়ার পর সাবেক সিইসি নূরুল হুদাকে পুলিশে সোপর্দ করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে দেখা যায়, সাদা টি-শার্ট ও লুঙ্গি পরা নূরুল হুদাকে ঘিরে রয়েছেন একদল লোক। নূরুল হুদাকে তাঁরা জুতার মালা পরিয়ে রেখেছেন। এক ব্যক্তি তাঁকে জুতা দিয়ে আঘাত করছেন। কেউ কেউ নূরুল হুদার দিকে ডিম ছুড়ে মারছেন। পুরো ঘটনার সময় পুলিশ সাবেক সিইসির পাশেই দাঁড়ানো ছিল।
এ ঘটনার সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, ‘২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে ভোটারবিহীন নির্বাচন অনুষ্ঠানের জন্য অবশ্যই সাবেক তিন সিইসি দায়ী। তাঁদের বিচার হতে হবে। তবে সেটা হতে হবে আইনসম্মতভাবে।
‘তবে কাউকে ডিম ছুড়ে মারা, জুতা নিক্ষেপ করা, বাড়িতে লোকজন গিয়ে টেনেহিঁচড়ে বের করা—এসব কর্মকাণ্ড বিএনপি কখনোই পছন্দ করে না। বিএনপি এ ধরনের ঘৃণ্য কাজের পক্ষে নয়।’
মব তৈরি করে কাউকে হেনস্তা করার ঘটনার পুনরাবৃত্তি আর যাতে না হয়, সে বিষয়ে ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। এ ধরনের কাজে বিএনপির কেউ জড়িত থাকলে তাঁর বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, আগামী জাতীয় নির্বাচনের আগে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা এবং মব ভায়োলেন্সের মতো অবৈধ কর্মকাণ্ড বন্ধ করা।
মব ভায়োলেন্সের সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে রিজভী বলেন, ‘যারা এ ধরনের ঘৃণ্য কাজের সঙ্গে জড়িত, তারা যে-ই হোক, খুঁজে বের করে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। পাশাপাশি যারা গণতন্ত্র ধ্বংস করেছে, নির্বাচন ধ্বংস করেছে, যারা দিনের ভোট রাতে করেছে, তাদের আইনসম্মতভাবে বিচার করতে হবে। তাদের বিরুদ্ধে যে মামলা হয়েছে, সেই মামলা অনুযায়ী বিচার হতে হবে। কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারবে না।’
করোনা প্রতিরোধে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে এ সময় অভিযোগ করেন বিএনপির এই নেতা।
তিনি বলেন, দেশে আবারও করোনার সংক্রমণ বাড়ছে। কিন্তু সরকার কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। একইভাবে ডেঙ্গু পরিস্থিতিও অবনতির দিকে যাচ্ছে।
নওগাঁর রাণীনগরে অভ্যন্তরীণ ধান-চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত সময়ে অর্জিত হয়নি। কৃষকেরা ধান না দেওয়ায় এবং মিলাররা চাল না দেওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এই অবস্থায় মিলারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সুপারিশ করে প্রতিবেদন দাখিল করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।
৪২ মিনিট আগেযশোর জেলায় এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত গত পাঁচ মাসে ৩৬ জন খুন হয়েছেন। বিভিন্ন থানায় ধর্ষণের মামলা করা হয়েছে ২২টি। সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে এসব ঘটনা ঘটছে বলে মনে করছেন সমাজবিজ্ঞানীরা। রাজনৈতিক পটপরিবর্তনের পর অপরাধপ্রবণতা বেড়েছে বলে অভিযোগ উঠেছে।
৪ ঘণ্টা আগেসিলেট জেলায় অবৈধভাবে পাহাড় ও টিলা কাটা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
৭ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর ভোট গণনার কাজ চলছে। আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
৭ ঘণ্টা আগে