Ajker Patrika

খুলে ফেলা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা হলের নেমপ্লেট

জবি প্রতিনিধি 
আজ বৃহস্পতিবার বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নেমপ্লেট খুলে ফেলা হয়। ছবি: আজকের পত্রিকা
আজ বৃহস্পতিবার বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নেমপ্লেট খুলে ফেলা হয়। ছবি: আজকের পত্রিকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নেমপ্লেট শিক্ষার্থীদের দাবির মুখে খুলে ফেলা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে নেমপ্লেটটি খুলতে দেখা যায়।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বক্তৃতা প্রচারকে কেন্দ্র করে গতকাল বুধবার রাত ৮টার আগেই রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর শুরু করে ছাত্র-জনতা। একপর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। রাত ১১টার দিকে একটি ক্রেন ও এক্সকাভেটর এনে বাড়ি ভাঙা শুরু হয়। রাত ২টা নাগাদ বাড়িটির বড় অংশ ভাঙা শেষ হয়। এরই পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার রাত থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলের নাম পরিবর্তনের জন্য শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়ে পোস্ট দিতে দেখা যায়।

এ বিষয়ে হলের নাম পরিবর্তনের জন্য গঠিত কমিটির আহ্বায়ক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন আজকের পত্রিকাকে বলেন, ‘৫ আগস্টের পর আমি যখন হলের প্রভোস্ট হই সে সময় শিক্ষার্থীরা নাম পরিবর্তনের দাবি জানিয়েছিল। পরবর্তীতে কিছুদিন আগেও লিখিত আকারে নাম পরিবর্তনের জন্য দাবি জানিয়েছে তারা। এরই প্রেক্ষিতে উপাচার্য একটি কমিটি গঠন করে দিয়েছেন। ছাত্রীরাও বেশ কয়েকটি নাম প্রস্তাব করেছে, সে নামগুলো নিয়ে কমিটির বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে হলের নতুন নাম চূড়ান্ত করা হবে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘কমিটি নাম প্রস্তাব করলে দ্রুতই সিন্ডিকেটের মাধ্যমে তা পাস করে ছাত্রী হলের নতুন নাম চূড়ান্ত করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত