সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে ৭ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে লাঙ্গলবন্দ সেতু থেকে মুন্সিগঞ্জের গজারিয়া পর্যন্ত এই যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রী ও চালকেরা।
সরেজমিনে দেখা যায়, ঢাকামুখী লেনে লাঙ্গলবন্দ থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি। অনেক যাত্রী ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে রয়েছে।
ঢাকাগামী যাত্রী আলিফ উদ্দিন বলেন, ‘প্রায় এক ঘণ্টা ধরে মোগরাপাড়ায় একই জায়গায় দাঁড়িয়ে আছি। গাড়ি একচুলও নড়ছে না। শুনেছি লাঙ্গলবন্দ ব্রিজে সমস্যা হয়েছে।’
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, ‘লাঙ্গলবন্দের ব্রিজের অবস্থা খুব খারাপ। সেখানে গাড়ি ধীরে চলছে, এ কারণে যানজটের সৃষ্টি হয়েছে। আমরা ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করছি। আশা করি শিগগিরই স্বাভাবিক হবে।’
নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম জানান, ‘টানা বৃষ্টির কারণে সড়কের পিচ ও বিটুমিন উঠে গিয়ে কয়েকটি স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। লাঙ্গলবন্দ সেতুর প্রবেশপথে বড় গর্ত হয়ে গেছে। তাই গাড়ি ধীরগতিতে চলতে বাধ্য হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘সড়ক ও জনপথ বিভাগের (সওজ) একটি দল ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শুরু করেছে।’
এদিকে যানজটে আটকে থাকা যাত্রী ও চালকদের অভিযোগ, দ্রুত ব্যবস্থা না নিলে প্রতিদিন এমন দুর্ভোগ আরও বাড়বে। বিশেষ করে শ্রমজীবী মানুষ ও শিক্ষার্থীরা সবচেয়ে বেশি কষ্টে পড়ছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে ৭ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে লাঙ্গলবন্দ সেতু থেকে মুন্সিগঞ্জের গজারিয়া পর্যন্ত এই যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রী ও চালকেরা।
সরেজমিনে দেখা যায়, ঢাকামুখী লেনে লাঙ্গলবন্দ থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি। অনেক যাত্রী ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে রয়েছে।
ঢাকাগামী যাত্রী আলিফ উদ্দিন বলেন, ‘প্রায় এক ঘণ্টা ধরে মোগরাপাড়ায় একই জায়গায় দাঁড়িয়ে আছি। গাড়ি একচুলও নড়ছে না। শুনেছি লাঙ্গলবন্দ ব্রিজে সমস্যা হয়েছে।’
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, ‘লাঙ্গলবন্দের ব্রিজের অবস্থা খুব খারাপ। সেখানে গাড়ি ধীরে চলছে, এ কারণে যানজটের সৃষ্টি হয়েছে। আমরা ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করছি। আশা করি শিগগিরই স্বাভাবিক হবে।’
নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম জানান, ‘টানা বৃষ্টির কারণে সড়কের পিচ ও বিটুমিন উঠে গিয়ে কয়েকটি স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। লাঙ্গলবন্দ সেতুর প্রবেশপথে বড় গর্ত হয়ে গেছে। তাই গাড়ি ধীরগতিতে চলতে বাধ্য হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘সড়ক ও জনপথ বিভাগের (সওজ) একটি দল ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শুরু করেছে।’
এদিকে যানজটে আটকে থাকা যাত্রী ও চালকদের অভিযোগ, দ্রুত ব্যবস্থা না নিলে প্রতিদিন এমন দুর্ভোগ আরও বাড়বে। বিশেষ করে শ্রমজীবী মানুষ ও শিক্ষার্থীরা সবচেয়ে বেশি কষ্টে পড়ছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা তরুণেরা আপনাদের কাছে এসেছি নতুন করে বাংলাদেশ গড়ার কাজে। জুলাই গণ-অভ্যুত্থানের পরে আমাদের প্রত্যাশা, দেশটাকে আমরা নতুন করে গড়ব। আমরা এমন বাংলাদেশের স্বপ্ন দেখি, যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না।
৯ মিনিট আগেগ্যাস-সংকটের কারণে ১৬১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সাতটি ইউনিটের সবকটির উৎপাদন বন্ধ হয়ে গেছে। আজ বৃহস্পতিবার তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
১৯ মিনিট আগেতিনি বলেন, আগুনে শ্বাসনালিসহ ইতি আক্তারের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়। তাঁর স্বামী রিপনের শরীরের ৭০ শতাংশ ও তাঁদের মেয়ে রাফিয়ার শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়।
৪১ মিনিট আগেদাখিল পরীক্ষায় ফেল করায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার জন্য রেললাইনে অপেক্ষা করছিল এক কিশোরী। চোখেমুখে হতাশার ছাপ। গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় রেলওয়ে পুলিশ সদস্যরা তাকে সেখান থেকে উদ্ধার করেন। এর ১৫ মিনিট পরেই রেললাইনে ট্রেন ঢোকে। পুলিশের তৎপরতায় প্রাণে বেঁচে যায় সে।
৪১ মিনিট আগে