Ajker Patrika

শ্রীপুরে অটোরিকশাচাপায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নিহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৩: ৪৭
শ্রীপুরে অটোরিকশাচাপায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নিহত

গাজীপুরের শ্রীপুরে ব্যাটারিচালিত অটোরিকশাচাপায় সুমাইয়া আক্তার (৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বরমী ইউনিয়নের গাড়ারন গ্রামের একটি পোশাক কারখানার সামনে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা অটোরিকশাচালককে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে। শ্রীপুর থানার উপপরিদর্শক অমল চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সুমাইয়া আক্তার (৮) বরমী ইউনিয়নের গাড়ারণ গ্রামের মো. আকরাম হোসেনের মেয়ে। সে গাড়ারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

অটোরিকশাচালকের নাম আনোয়ার হোসেন (৪৫)। তিনি একই ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মৃত বকুল মিয়ার ছেলে।  

স্থানীয় দোকানি আবু সাঈদ বলেন, মেয়েটা রাস্তার পাশ দিয়ে হেঁটে দোকানে যাচ্ছিল। হঠাৎ করে কয়েকটি কুকুর তাকে ধাওয়া করে। এতে ভয় পেয়ে দ্রুত রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা তাকে চাপা দিলে মেয়েটির মাথা থেঁতলে যায়। চাপা পড়ার সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়েছে। এরপর স্থানীয়রা অটোরিকশাচালককে গণধোলাই দিয়েছে। 

গাড়ারন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদা পারভীন বলেন, সুমাইয়া আজ স্কুলে আসেনি। তবে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী জাকিয়ার সামনে এ দুর্ঘটনা ঘটে। এরপর জাকিয়া দৌড়ে স্কুলে এসে বিস্তারিত জানানোর পরপরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুমাইয়ার মরদেহ দেখতে পাই।  

শ্রীপুর থানার উপপরিদর্শক অমল চন্দ্র সরকার বলেন, খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করি। জনতার হাতে আটক অটোরিকশাচালককে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত