নিজস্ব প্রতিবেদক, সাভার
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সাভার ও ধামরাইয়ে যেসব ইটভাটা রয়েছে, তা ঢাকার বাতাসকে মারাত্মকভাবে দূষিত করছে। এসব ইটভাটা চালু রেখে ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণ করা যাবে না।
আজ শনিবার সকালে ঢাকার সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে এক দিনে ১ লাখ গাছের চারা রোপণের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘গত ১১ মাসে প্রচুর ইটভাটা ভাঙা হয়েছে। সাভারের বেশির ভাগ লাইসেন্সের মেয়াদ শেষ হবে জুন, জুলাই ও আগস্ট মাসে। সাত-আটটি ইটভাটার মেয়াদ রয়েছে ডিসেম্বর পর্যন্ত। যেসব ইটভাটার মেয়াদ চলে যাবে, নবায়ন না করলে তার আর বৈধতা থাকবে না। তবে নবায়ন হওয়ার কোনো সুযোগ দেখছি না। যেসব ইটভাটা অবৈধ হয়ে যাবে, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আদালতের নির্দেশনা থাকার পরও রাজধানীর অদূরে সাভারের বলিয়ারপুর এলাকার মধুমতি মডেল টাউনের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কারণ জানতে চাইলে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেন, এটা পরিবেশ মন্ত্রণালয়ের কাজ নয়, গণপূর্ত মন্ত্রণালয় দেখবে। তবে আদালত কর্তৃক যেটা অবৈধ ঘোষণা করা হয়েছে, তা বৈধ হওয়ার কোনো সুযোগ নেই। গণপূর্ত মন্ত্রণালয় ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) মধুমতি মডেল টাউনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতিমধ্যে প্রক্রিয়া শুরু করেছে।
বুড়িগঙ্গার দূষণ প্রসঙ্গে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘অনেকের কাছে গিয়েছি। বুড়িগঙ্গায় হাত দিতে কেউ সাহস করে না। বুড়িগঙ্গায় হাত দিতে হলে অল্প সময়ে তা সম্ভব নয়, এ জন্য অনেক সময় দরকার। কারণ, বুড়িগঙ্গার নিচে পাঁচ থেকে সাত স্তরের পলিথিন রয়েছে। এসব পলিথিন তুলে ধ্বংস করতে হবে। এসবের ব্যবস্থা না করে বুড়িগঙ্গায় হাত দেওয়া যাবে না।’ সাভারের কর্ণপাড়া খাল ও তুরাগ নদ খননের কর্মপরিকল্পনা চূড়ান্ত করার কথাও জানান উপদেষ্টা রিজওয়ানা হাসান। এ ব্যাপারে বিশ্বব্যাংক ও এডিবি সাহায্য দেওয়ার অঙ্গীকার করেছে বলে জানান তিনি।
পরিবেশ উপদেষ্টা বলেন, ‘পরিবেশ পরিবর্তনের কারণে পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের মতো মারাত্মক বিপর্যয় ঘটছে। এই জলবায়ু পরিবর্তন কিন্তু আমাদের অস্তিত্বকেই বিপন্ন করে তুলছে। জলবায়ু পরিবর্তন ঠেকাতে না পারলে পৃথিবী থেকে ৫২টি দীপরাষ্ট্র হারিয়ে যাবে। যার মধ্যে প্রতিবেশী দেশ মালদ্বীপও রয়েছে।’ তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ঠেকাতে কয়লা ও গ্যাসের পরিবর্তে সোলার ব্যবহার করতে হবে। বেশি করে গাছ লাগাতে হবে। তাহলে কার্বনের পরিমাণ কমবে। তখন তাপমাত্রা আর বাড়বে না। এ জন্য সরকারি সব অফিসে সোলার স্থাপন করা হবে। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বহুতল ভবনের ওপরে সোলার রয়েছে, কিন্তু কার্যকর নয়। এগুলোকে কার্যকর করতে হবে। তাহলে বিদেশ থেকে গ্যাস ও কয়লা আমদানির ওপর চাপ কমবে।
পরিবেশ উপদেষ্টা বলেন, ‘উন্নয়নের জন্য গাছ কাটতে হবে। তবে যতক্ষণ পর্যন্ত পারা যায় আমরা গাছ কাটব না। অপরিহার্য হলে একটি গাছ কেটে তিনটি লাগাব।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, ঢাকার জেলা প্রশাসক তানভীর আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সরকার। অনুষ্ঠান শেষে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উপজেলা চত্বরে একটি কাঁঠালগাছের চারা রোপণ করেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সাভার ও ধামরাইয়ে যেসব ইটভাটা রয়েছে, তা ঢাকার বাতাসকে মারাত্মকভাবে দূষিত করছে। এসব ইটভাটা চালু রেখে ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণ করা যাবে না।
আজ শনিবার সকালে ঢাকার সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে এক দিনে ১ লাখ গাছের চারা রোপণের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘গত ১১ মাসে প্রচুর ইটভাটা ভাঙা হয়েছে। সাভারের বেশির ভাগ লাইসেন্সের মেয়াদ শেষ হবে জুন, জুলাই ও আগস্ট মাসে। সাত-আটটি ইটভাটার মেয়াদ রয়েছে ডিসেম্বর পর্যন্ত। যেসব ইটভাটার মেয়াদ চলে যাবে, নবায়ন না করলে তার আর বৈধতা থাকবে না। তবে নবায়ন হওয়ার কোনো সুযোগ দেখছি না। যেসব ইটভাটা অবৈধ হয়ে যাবে, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আদালতের নির্দেশনা থাকার পরও রাজধানীর অদূরে সাভারের বলিয়ারপুর এলাকার মধুমতি মডেল টাউনের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কারণ জানতে চাইলে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেন, এটা পরিবেশ মন্ত্রণালয়ের কাজ নয়, গণপূর্ত মন্ত্রণালয় দেখবে। তবে আদালত কর্তৃক যেটা অবৈধ ঘোষণা করা হয়েছে, তা বৈধ হওয়ার কোনো সুযোগ নেই। গণপূর্ত মন্ত্রণালয় ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) মধুমতি মডেল টাউনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতিমধ্যে প্রক্রিয়া শুরু করেছে।
বুড়িগঙ্গার দূষণ প্রসঙ্গে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘অনেকের কাছে গিয়েছি। বুড়িগঙ্গায় হাত দিতে কেউ সাহস করে না। বুড়িগঙ্গায় হাত দিতে হলে অল্প সময়ে তা সম্ভব নয়, এ জন্য অনেক সময় দরকার। কারণ, বুড়িগঙ্গার নিচে পাঁচ থেকে সাত স্তরের পলিথিন রয়েছে। এসব পলিথিন তুলে ধ্বংস করতে হবে। এসবের ব্যবস্থা না করে বুড়িগঙ্গায় হাত দেওয়া যাবে না।’ সাভারের কর্ণপাড়া খাল ও তুরাগ নদ খননের কর্মপরিকল্পনা চূড়ান্ত করার কথাও জানান উপদেষ্টা রিজওয়ানা হাসান। এ ব্যাপারে বিশ্বব্যাংক ও এডিবি সাহায্য দেওয়ার অঙ্গীকার করেছে বলে জানান তিনি।
পরিবেশ উপদেষ্টা বলেন, ‘পরিবেশ পরিবর্তনের কারণে পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের মতো মারাত্মক বিপর্যয় ঘটছে। এই জলবায়ু পরিবর্তন কিন্তু আমাদের অস্তিত্বকেই বিপন্ন করে তুলছে। জলবায়ু পরিবর্তন ঠেকাতে না পারলে পৃথিবী থেকে ৫২টি দীপরাষ্ট্র হারিয়ে যাবে। যার মধ্যে প্রতিবেশী দেশ মালদ্বীপও রয়েছে।’ তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ঠেকাতে কয়লা ও গ্যাসের পরিবর্তে সোলার ব্যবহার করতে হবে। বেশি করে গাছ লাগাতে হবে। তাহলে কার্বনের পরিমাণ কমবে। তখন তাপমাত্রা আর বাড়বে না। এ জন্য সরকারি সব অফিসে সোলার স্থাপন করা হবে। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বহুতল ভবনের ওপরে সোলার রয়েছে, কিন্তু কার্যকর নয়। এগুলোকে কার্যকর করতে হবে। তাহলে বিদেশ থেকে গ্যাস ও কয়লা আমদানির ওপর চাপ কমবে।
পরিবেশ উপদেষ্টা বলেন, ‘উন্নয়নের জন্য গাছ কাটতে হবে। তবে যতক্ষণ পর্যন্ত পারা যায় আমরা গাছ কাটব না। অপরিহার্য হলে একটি গাছ কেটে তিনটি লাগাব।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, ঢাকার জেলা প্রশাসক তানভীর আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সরকার। অনুষ্ঠান শেষে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উপজেলা চত্বরে একটি কাঁঠালগাছের চারা রোপণ করেন।
স্বামীকে তালাক না দিয়ে বিয়ে করার অভিযোগে করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তাঁর স্ত্রী তামিমা সুলতানা তাম্মী নিজেদের নির্দোষ দাবি করেছেন। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসাইনের আদালতে তাঁরা নিজেদের নির্দোষ দাবি করেন।
৭ মিনিট আগেপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সেনের বাজার এলাকার বাসিন্দা। তিনি ভালুকার একটি পোশাক কারখানা—রাসেল স্পিনিং মিলে চাকরি করেন এবং পরিবার নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন।
১৪ মিনিট আগেমৌলভীবাজারের কমলগঞ্জে বাড়ির আঙিনায় মাটি খুঁড়ে সবজি চাষ করতে গিয়ে একটি গ্রেনেড পাওয়া গেছে। আজ সোমবার (১৪ জুলাই) সকালে উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামের একটি বাড়িতে পরিত্যক্ত জায়গায় গ্রেনেডটি দেখা যায়।
৩০ মিনিট আগেবরিশালের মুলাদীতে মোবাইলে আসা ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) শেয়ার করে ব্যাংকের টাকা হারিয়েছেন এক স্কুলশিক্ষক। ১১ জুলাই উপজেলার জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাবেয়া সুলতানা মৌসুমীর ব্যাংক হিসাব থেকে টাকা তুলে নেয় প্রতারকেরা। এ ঘটনায় তিনি গত শনিবার বরিশাল কোতোয়ালি থানায় একটি অভিযোগ করেছেন।
৪২ মিনিট আগে