Ajker Patrika

ওটিপি শেয়ার করে রূপালী ব্যাংকের টাকা খোয়ালেন স্কুলশিক্ষক

মুলাদী (বরিশাল) প্রতিনিধি 
এসব রেকর্ডিংয়ে শব্দের মান প্রথমে দুর্বল থাকলেও আধুনিক সফটওয়্যারের মাধ্যমে তা স্পষ্ট করা সম্ভব। ছবি: এবিসি নিউজ
এসব রেকর্ডিংয়ে শব্দের মান প্রথমে দুর্বল থাকলেও আধুনিক সফটওয়্যারের মাধ্যমে তা স্পষ্ট করা সম্ভব। ছবি: এবিসি নিউজ

বরিশালের মুলাদীতে মোবাইলে আসা ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) শেয়ার করে ব্যাংকের টাকা হারিয়েছেন এক স্কুলশিক্ষক। ১১ জুলাই উপজেলার জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাবেয়া সুলতানা মৌসুমীর ব্যাংক হিসাব থেকে টাকা তুলে নেয় প্রতারকেরা। এ ঘটনায় তিনি গত শনিবার বরিশাল কোতোয়ালি থানায় একটি অভিযোগ করেছেন।

এর আগে ৯ জুলাই ওই শিক্ষকের কাছে রূপালী ব্যাংকের ব্যবস্থাপক পরিচয়ে ফোন করে হিসাব হালনাগাদ করার কথা বলে ওটিপি শেয়ার করতে বলে। ওটিপি ব্যবহার করে প্রতারকেরা তাঁর ব্যাংক হিসাব থেকে টাকা তুলে নেয়।

থানায় অভিযোগ সূত্রে জানা যায়, রাবেয়া সুলতানা মৌসুমী রূপালী ব্যাংকের বরিশাল বাজার রোড শাখায় একটি হিসাব পরিচালনা করেন। ৯ জুলাই দুপুরে এক ব্যক্তি ব্যাংকের ব্যবস্থাপক শহিদুল ইসলাম পরিচয় দিয়ে ব্যাংক হিসাব হালনাগাদের জন্য ওটিপি শেয়ার করতে বলেন। তিনি ওটিপি শেয়ার করলে প্রতারকেরা তাঁর ৬০ হাজার টাকা অন্য একটি ব্যাংক হিসাবে স্থানান্তর (ট্রান্সফার) করে নেন।

প্রতারণার বিষয়টি বুঝতে পেরে শিক্ষক ওই ব্যাংকের ব্যবস্থাপককে জানান। পরে ব্যবস্থাপক শহিদুল ইসলাম শিক্ষকের ব্যাংক হিসাবে ৬০ হাজার টাকা ফিরিয়ে আনেন। কিন্তু ১১ জুলাই প্রতারকেরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে শিক্ষকের হিসাব থেকে ৫৪ হাজার টাকা তুলে নেন।

এ ব্যাপারে ব্যাংক ব্যবস্থাপক শহিদুল ইসলাম বলেন, ব্যাংক কর্মকর্তারা কখনোই ওটিপি শেয়ার করতে বলেন না। এ বিষয়ে গ্রাহকদের সতর্ক থাকা প্রয়োজন। ওই শিক্ষক ওটিপি শেয়ার করায় প্রতারকেরা তাঁর ব্যাংক হিসাব থেকে টাকা তুলে নিয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, প্রতারক শনাক্ত করে শিক্ষকের টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পারটেক্স এমডি রুবেল আজিজের ১১৬ কোটি টাকার সম্পত্তি নিলামে তুলছে ব্যাংক এশিয়া

গণভবনকে বাস্তিল দুর্গের সঙ্গে তুলনা করলেন ফরাসি রাষ্ট্রদূত

১০০ গজ দূরেই ক্যাম্প, তবু সোহাগকে বাঁচাতে কেন এল না কেউ—যা বললেন আনসারপ্রধান

উচ্চকক্ষ ‘সিনেটে’ ৭৬ আসনের প্রস্তাব, সদস্য নির্বাচন জনগণের ভোটে

ভোলায় চাঁদার দাবিতে বৃদ্ধকে কুপিয়ে জখম, অভিযোগ বিএনপির কর্মীর বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত