Ajker Patrika

রেলের টিকিট কালোবাজারি: সহজের সিস্টেম ইঞ্জিনিয়ারসহ ২ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১৪: ১৬
রেলের টিকিট কালোবাজারি: সহজের সিস্টেম ইঞ্জিনিয়ারসহ ২ জন গ্রেপ্তার

রেলের টিকিট বিক্রিতে কালোবাজারির অভিযোগে সহজ-সিনেসিস-ভিনসেন জেভির সিস্টেম ইঞ্জিনিয়ার রেজাউল করিমসহ (৩৮) দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার মঈন। 

কমান্ডার খন্দকার মঈন জানান, রেলের টিকিট বিক্রিতে কালোবাজারির অভিযোগে সহজের ইঞ্জিনিয়ার রেজাউল করিমসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১। রেলওয়ে টিকিট কালোবাজারি চক্রের শিকড়ের খোঁজে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। সিস্টেম ইঞ্জিনিয়ার রেজাউল টিকিট কালোবাজারি চক্রের মূল হোতা। 

তিনি আরও জানান, রেজাউলের বিষয়ে আরও বিস্তারিত জানাতে বেলা ৩টায় কারওয়ান বাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। 

এ দিকে টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সিস্টেম ইঞ্জিনিয়ার রেজাউলকে বহিষ্কার করেছে সহজ। গতকাল রাতে এ তথ্য নিশ্চিত করে প্রতিষ্ঠানটি গণসংযোগ কর্মকর্তা ফরহাদ আহমেদ জানান, ‘টিকিট কালোবাজারির অভিযোগে কমলাপুর রেলস্টেশন থেকে র‍্যাবের হাতে আটক হওয়া মো. রেজাউল করিম (রেজা) সহজ-সিনেসিস-ভিনসেন জেভির একজন সিস্টেম ইঞ্জিনিয়ার। তাঁর বিরুদ্ধে টিকিট কালোবাজারির মতো ঘৃণ্য অপরাধ এবং প্রতিষ্ঠানের মানহানির অভিযোগে ব্যবস্থা গ্রহণ করা হবে। মো. রেজাউল করিম (রেজা) বিগত কয়েক বছর ধরে বাংলাদেশ রেলওয়ের টিকিট বিক্রয় পরিচালনার কাজে নিয়োজিত ছিলেন। প্রতিষ্ঠানটি চলতি বছরের ২১ মার্চে রেজাকে নিয়োগ প্রদান করে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

বরিশাল-৩ আসনে বিএনপির দুই হেভিওয়েট নেতার দ্বন্দ্ব প্রকাশ্যে

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত