Ajker Patrika

টাঙ্গাইল কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ১৮: ০৬
Thumbnail image

টাঙ্গাইল জেলা কারাগারে লাল মিয়া (৩৮) নামের এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বাড়ি উপজেলার খাটোরা গ্রামে। আইনি পক্রিয়া শেষে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। টাঙ্গাইলের জেল সুপার মো. মোকলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ নিয়ে জেল সুপার মো. মোকলেছুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘লাল মিয়া অ্যাজমাসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। গতকাল বৃহস্পতিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাতটার দিকে তাঁর মৃত্যু হয়।’ 

জানা যায়, ২০১০ সালের ১২ সেপ্টেম্বর বাসাইলের কাউলজানী গ্রামের আবু বক্কর ভূঁইয়ার ছেলে মনিরুজ্জামান ভূঁইয়া নিখোঁজ হন। তিন দিন পর পাশের মহেশখালী গ্রামের জমির আইল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। ওই বছরের ১৫ সেপ্টেম্বর নিহতের বাবা আবু বক্কর ভূঁইয়া বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে বাসাইল থানায় মামলা করেন। ওই মামলার তদন্তে হত্যার সঙ্গে মনিরুজ্জামানের ভায়রা রেজাউল ইসলাম, শ্যালিকা আলো বেগমসহ আরও কয়েকজনের জড়িত থাকার বিষয়টি বের হয়ে আসে। ২০১১ সালের ৩০ এপ্রিল আদালতে চার্জশিট (অভিযোগপত্র) জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা। 

গত বছরের ৮ জুন টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাসুদ পারভেজ ওই মামলার রায় দেন। রায়ে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল গ্রামের মো. শামছু মিয়ার ছেলে রেজাউল ইসলাম রেজাকে আমৃত্যু দণ্ড এবং রেজাউলের স্ত্রী আলো বেগম, লাল মিয়া, রেজভী ও দেলদুয়ার উপজেলার ডুবাইল গ্রামের আলমগীর হোসেনকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত