Ajker Patrika

বিডিআর কাঁচাবাজারে চাঁদাবাজির অভিযোগে ব্যবসায়ী সমিতির নেতাসহ আটক ২

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২২ মার্চ ২০২৩, ১৯: ৫৭
বিডিআর কাঁচাবাজারে চাঁদাবাজির অভিযোগে ব্যবসায়ী সমিতির নেতাসহ আটক ২

রাজধানীর উত্তরার বিডিআর কাঁচাবাজারে চাঁদাবাজির অভিযোগে ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাওন সরকারসহ দুজনকে আটক করেছে পুলিশ। অপর জনের নাম জানা যায়নি। উত্তরা ৬ নম্বর সেক্টরের ওই বাজার থেকে আজ বুধবার দুপুরে তাঁদের আটক করে পুলিশ।

নাম প্রকাশে অনিচ্ছুক বিডিআর কাঁচাবাজারের মাছ ব্যবসায়ীদের অভিযোগ, উত্তরা সেক্টর ৬ কাঁচাবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাওন সরকারসহ কয়েকজন মাছ ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিনিয়তের ন্যায় চাঁদা তুলতে এসেছিলেন। এ নিয়ে মাছ ব্যবসায়ীর সঙ্গে দ্বন্দ্ব হয়। সেখান থেকে পুলিশ এসে শাওন সরকারসহ দুজনকে আটক করে নিয়ে যায়। বাকিরা পালিয়ে যান।

ওই সময় ঘটনাস্থলে থাকা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) এজাজ আজকের পত্রিকাকে বলেন, বাজারের মধ্যে দুই পক্ষ গ্যাঞ্জাম করেছিল। পরে সেখান থেকে দুজনকে থানায় নেওয়া হয়েছে। তারা দুই পক্ষ বসে মীমাংসা করবে। হাতাহাতির কারণ জানতে চাইলে এসআই এজাজ বলেন, দুই পক্ষই আলাদা আলাদা দাবি করছে। তবে তাদের দাবিগুলো জানতে চাইলেও জানাননি পুলিশের এই কর্মকর্তা। 

অপর দিকে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, দুই পক্ষই মারামারি হাতাহাতি করেছে। যার কারণে দুই পক্ষের দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। দুই পক্ষের লোকজনকে ডাকা হচ্ছে। তারা আসলে মীমাংসার জন্য বসা হবে।

উল্লেখ্য, এই বাজারটিতে দুই সমিতির দ্বন্দ্বে ১৪ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে ক্ষুদ্র ব্যবসায়ী সমিতিতে হামলা ও সমিতির অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন আহত হয়েছিল। রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউকে) জমিতে অবৈধভাবে দখল করে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০১৮ সাল থেকে বাজারটিতে ওই দুই সমিতির লোকজনের মধ্যে মারামারি-হানাহানির ঘটনা ঘটে আসছে। 

এ নিয়ে থানা-পুলিশের কাছে এবং আদালতে উভয়পক্ষের একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। ১২ মার্চ বিডিআর কাঁচাবাজারে অবৈধ দখল উচ্ছেদের ঘোষণা দিয়েছিল রাজউক। কিন্তু তা আর বাস্তবে রূপ নেয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত