অনলাইন ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা মামলায় ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি ও অভিনেত্রী শমী কায়সারকে জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ শমী কায়সারকে জামিন দেন।
আদালতে আজ শমী কায়সারের পক্ষে শুনানি করেন আইনজীবী এ বি এম হামিদুল মেজবাহ। জামিনের বিষয়টি তিনি নিশ্চিত করেন। গত রোববার শমী কায়সারের পক্ষে জামিনের আবেদন করা হয়। আজ শুনানি শেষে আদালত তাঁকে জামিন দেন।
এর আগে গত ৫ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে শমী কায়সারকে আটক করা হয়। পরদিন এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে হাজির করা হয় এবং তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে ৯ নভেম্বর কারাগারে পাঠানো হয় শমী কায়সারকে।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীসহ অন্যরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাইস্কুলের সামনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। ইশতিয়াকের পেটে গুলি লাগে। তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। এ ঘটনায় গত ২৯ অক্টোবর ইশতিয়াক মাহমুদ বাদী হয়ে শমী কায়সার ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল-মামুনসহ ১২৬ জনকে আসামি করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা মামলায় ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি ও অভিনেত্রী শমী কায়সারকে জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ শমী কায়সারকে জামিন দেন।
আদালতে আজ শমী কায়সারের পক্ষে শুনানি করেন আইনজীবী এ বি এম হামিদুল মেজবাহ। জামিনের বিষয়টি তিনি নিশ্চিত করেন। গত রোববার শমী কায়সারের পক্ষে জামিনের আবেদন করা হয়। আজ শুনানি শেষে আদালত তাঁকে জামিন দেন।
এর আগে গত ৫ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে শমী কায়সারকে আটক করা হয়। পরদিন এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে হাজির করা হয় এবং তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে ৯ নভেম্বর কারাগারে পাঠানো হয় শমী কায়সারকে।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীসহ অন্যরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাইস্কুলের সামনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। ইশতিয়াকের পেটে গুলি লাগে। তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। এ ঘটনায় গত ২৯ অক্টোবর ইশতিয়াক মাহমুদ বাদী হয়ে শমী কায়সার ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল-মামুনসহ ১২৬ জনকে আসামি করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার সাত আসামিকে আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়েছে পুলিশ।
১৭ মিনিট আগেস্ত্রীকে নিয়ে কটূক্তি করায় বাসায় বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় বাসচালকের সহকারী (হেলপার) অলি মিয়াকে। পরে লাশটি আট খণ্ড করে হত্যাকাণ্ডের প্রমাণ লোপাট করতেই একটি ট্রাভেল ব্যাগে মাথাবিহীন লাশ গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকায় ফেলে দেন হত্যাকারীরা।
৪০ মিনিট আগেদেশের মানুষকে জিম্মি করে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের পরিবহন ধর্মঘট বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, জনগণের যাতায়াতকে অবরুদ্ধ করে দাবি আদায়ে পরিবহন মালিক ও শ্রমিক নেতারা আবারও ধর্মঘটের পথে হাঁটছেন, যা গ্রহণযোগ্য নয়।
৪৩ মিনিট আগেসিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে প্রায় এক ঘণ্টা ৪০ মিনিট সড়ক অবরোধ করে রাখেন। অবরোধ শেষে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার সড়কযোগাযোগ।
১ ঘণ্টা আগে