Ajker Patrika

গফরগাঁওয়ে মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, ভোগান্তিতে যাত্রীরা

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি 
ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ভোগান্তির শিকার যাত্রীরা। ছবি: আজকের পত্রিকা
ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ভোগান্তির শিকার যাত্রীরা। ছবি: আজকের পত্রিকা

ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আজ শনিবার (১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনের অদূরে কাচারি রোড রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ রেলপথে কমলাপুর থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেন গফরগাঁও রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি করে বেলা সাড়ে ১২টায় ছেড়ে যায়। রেলওয়ে স্টেশনের অদূরে কাচারি রোড রেলক্রসিং এলাকায় দুপুর ১২টা ৩৫ মিনিটে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। প্রায় ১ ঘণ্টা পর কোনো রকমে ট্রেনটি গফরগাঁও রেলস্টেশনে এনে দাঁড় করিয়ে রাখা হয়। পরে ট্রেনের চালকসহ সংশ্লিষ্টরা আড়াই ঘণ্টা চেষ্টা করেও ট্রেনটি চালু করতে পারেননি। বিকল্প ইঞ্জিন এলে মহুয়া কমিউটার গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে।

এ দিকে ময়মনসিংহ ও মোহনগঞ্জগামী অসংখ্য ট্রেনযাত্রী ভোগান্তির শিকার হন।

যাত্রীরা অনেকেই সড়ক পথে ও অগ্নিবীণা এক্সপ্রেসে করে গন্তব্যে রওনা হয়েছেন।

গফরগাঁও রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশনমাস্টার মোস্তফা কামাল বলেন, মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হলেও ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশনে নিয়ে আসায় এ লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সঠিক সময়ে নির্বাচন না হলে দেশে মার্শাল ল হবে: নাগরিক ঐক্যের মান্না

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত