পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিমের নিজ শহর রাজবাড়ীর পাংশা রেলস্টেশন এলাকা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। আজ সোমবার শহরের কুরাপাড়া রেলগেট এলাকা থেকে এ অভিযান শুরু করেন রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান। অভিযানের প্রথম দিনে রেলওয়ের জায়গায় অবৈধভাবে নির্মিত কয়েকটি দোকানপাট ও একটি রেস্টুরেন্ট উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানের সময় ভিড় জমান উৎসুক জনতা। হুটহাট করে অভিযান চালানোতে দোকানের মালামাল নিয়ে বিপাকে পড়েন ব্যবসায়ীরা। তবে অভিযানের আগে ব্যবসায়ীদের বিষয়টি জানানো হয়েছে বলে দাবি রেলওয়ে কর্তৃপক্ষর।
এর আগে দীর্ঘদিন অধিগ্রহণ করা জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য জমি মেপে লাল নিশানা দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। রেলের জমিতে অবৈধ স্থাপনা ও বেদখলদারদের সরে যাওয়ার অনুরোধ জানানো হয়। বিষয়টি কেউ আমলে নেয়নি বলে জানায় রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান।
এ বিষয়ে রেস্টুরেন্ট ব্যবসায়ী খন্দকার তৈয়বুর হাসান বিপ্লব বলেন, ‘আমার দলিলকৃত সম্পত্তির ওপর রেস্টুরেন্ট করেছি। আমার সম্পূর্ণ দলিলাদি তাদের কাছে শো করেছি। বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষের লোকজন অনেক পুরোনো একটি ম্যাপ নিয়ে এসেছে। যে ম্যাপ কারও কাছে নেই। অবৈধভাবে, বৈধ জায়গার স্থাপনা ভাঙছে রেলওয়ে কর্তৃপক্ষ।’
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘পাংশা শহরের নারায়ণপুর মৌজা থেকে উদ্ধার অভিযান শুরু হয়েছে। এই মৌজার প্রায় অর্ধশত একর জমি অধিগ্রহণ করা ছিল। তার মধ্যে প্রায় ৪০% জমি বেদখল হয়ে গেছে।
যেখান থেকে অভিযান শুরু হয়েছে, সেখানকার অনেকেই দাবি করছে তাদের ক্রয়কৃত সম্পত্তি। তবে আমরা সম্পূর্ণ নিশ্চিত হয়েছি, এই জমি আমাদের অধিগ্রহণ করা ছিল। এ জন্য অভিযান শুরু করা হয়েছে। রাষ্ট্রীয় সম্পদ রক্ষার্থে এ অভিযান অব্যাহত থাকবে।’
রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিমের নিজ শহর রাজবাড়ীর পাংশা রেলস্টেশন এলাকা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। আজ সোমবার শহরের কুরাপাড়া রেলগেট এলাকা থেকে এ অভিযান শুরু করেন রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান। অভিযানের প্রথম দিনে রেলওয়ের জায়গায় অবৈধভাবে নির্মিত কয়েকটি দোকানপাট ও একটি রেস্টুরেন্ট উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানের সময় ভিড় জমান উৎসুক জনতা। হুটহাট করে অভিযান চালানোতে দোকানের মালামাল নিয়ে বিপাকে পড়েন ব্যবসায়ীরা। তবে অভিযানের আগে ব্যবসায়ীদের বিষয়টি জানানো হয়েছে বলে দাবি রেলওয়ে কর্তৃপক্ষর।
এর আগে দীর্ঘদিন অধিগ্রহণ করা জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য জমি মেপে লাল নিশানা দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। রেলের জমিতে অবৈধ স্থাপনা ও বেদখলদারদের সরে যাওয়ার অনুরোধ জানানো হয়। বিষয়টি কেউ আমলে নেয়নি বলে জানায় রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান।
এ বিষয়ে রেস্টুরেন্ট ব্যবসায়ী খন্দকার তৈয়বুর হাসান বিপ্লব বলেন, ‘আমার দলিলকৃত সম্পত্তির ওপর রেস্টুরেন্ট করেছি। আমার সম্পূর্ণ দলিলাদি তাদের কাছে শো করেছি। বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষের লোকজন অনেক পুরোনো একটি ম্যাপ নিয়ে এসেছে। যে ম্যাপ কারও কাছে নেই। অবৈধভাবে, বৈধ জায়গার স্থাপনা ভাঙছে রেলওয়ে কর্তৃপক্ষ।’
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘পাংশা শহরের নারায়ণপুর মৌজা থেকে উদ্ধার অভিযান শুরু হয়েছে। এই মৌজার প্রায় অর্ধশত একর জমি অধিগ্রহণ করা ছিল। তার মধ্যে প্রায় ৪০% জমি বেদখল হয়ে গেছে।
যেখান থেকে অভিযান শুরু হয়েছে, সেখানকার অনেকেই দাবি করছে তাদের ক্রয়কৃত সম্পত্তি। তবে আমরা সম্পূর্ণ নিশ্চিত হয়েছি, এই জমি আমাদের অধিগ্রহণ করা ছিল। এ জন্য অভিযান শুরু করা হয়েছে। রাষ্ট্রীয় সম্পদ রক্ষার্থে এ অভিযান অব্যাহত থাকবে।’
বরিশালের হিজলায় প্রায় দেড় কোটি টাকার হাট-বাজার ইজারা কার্যক্রম প্রস্তুত করতে গিয়ে শিডিউল জমাই দিতে পারেনি ঠিকাদারেরা। স্থানীয় বিএনপির একটি পক্ষ উপজেলার ২০টি হাট-বাজারের শিডিউল প্রস্তুত প্রক্রিয়ায় নামে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি তারা।
৮ ঘণ্টা আগেবিভাগীয় শহর রংপুরে গত দেড় দশকে মানুষের পাশাপাশি বেড়েছে যানবাহনের চাপ। কিন্তু ট্রাফিক ব্যবস্থার তেমন উন্নতি হয়নি। এতে তীব্র যানজটে দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। এ অবস্থা থেকে উত্তরণে তিন বছর আগে ৩৪ লাখ টাকা ব্যয়ে নগরীতে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হলেও তা কাজে আসছে না।
৮ ঘণ্টা আগেএককালে ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি। বিএনপির সমর্থন নিয়ে হয়েছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানও। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভিড়তে শুরু করেন শামীম ওসমানের সঙ্গে। ২০১৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।
৮ ঘণ্টা আগেবিশাল সমুদ্রসৈকত। তারই এক পাশের মাটি কেটে বানানো হচ্ছে বাড়ি। কেউ আবার বাড়ির আদলে পুকুর কেটে রেখেছে। অনেকে মাটি কেটে নিজেদের সীমানা তৈরি করেছে। গত ৫ আগস্ট রাজনীতির পটপরিবর্তনের পর পর্যটন সম্ভাবনাময় এলাকা নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ সৈকতের চিত্র এটি। সেখানে চলছে সৈকতের জায়গা দখলের
৮ ঘণ্টা আগে