Ajker Patrika

সাদেক হোসেন খোকার ছোট ছেলে ইশফাক ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ২২: ০৬
সাদেক হোসেন খোকার ছোট ছেলে ইশফাক ৫ দিনের রিমান্ডে

ঢাকার প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশফাক হোসেনসহ ছয়জনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম রাত সাড়ে ৮টার সময় এই রিমান্ড মঞ্জুর করেন। 

রাতে এই ছয়জনকে আদালতে হাজির করে পল্টন থানা-পুলিশ। তদন্ত কর্মকর্তা প্রত্যেকের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে ইশফাকসহ ছয়জনের রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন তাঁদের আইনজীবীরা। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে প্রত্যেকের রিমান্ড মঞ্জুর করেন। 

গতকাল শনিবার বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পল্টন থানার সামনে পুলিশকে মারধর, পুলিশের কর্তব্য কাজে বাধা, আইনশৃঙ্খলার অবনতি ঘটানো, যানবাহন ভাঙচুর করার অভিযোগ এনে পল্টন থানা-পুলিশ মামলা করে। 

ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ছয়জনকে আজ আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তার রিমান্ড আবেদনের উল্লেখ করেন, ঘটনার প্রকৃত রহস্য ও পুলিশকে মারধর করার ঘটনার সঙ্গে আর কারা জড়িত সেই তথ্য উদ্‌ঘাটনের জন্য আসামিদের রিমান্ডে নেওয়া প্রয়োজন। 

আসামিপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মোসলেউদ্দিন জসিম, যাদু ভূইয়া প্রমুখ। আদালতের পল্টন সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাহ আলম জামিনের বিরোধিতা করেন এবং রিমান্ডের পক্ষে বক্তব্য দেন। 

এই মামলায় আরও ৪৭ জনকে কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের রিমান্ডের আবেদন করা হয়নি। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

মেয়ের কফিনে বাবার চুমু

মেয়েকে আনতে স্কুলে গিয়ে লাশ হয়ে ফিরলেন গাংনীর রজনী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত