Ajker Patrika

তিন ফ্লাইটের হজযাত্রীদের আগামীকাল সকাল ৬টার মধ্যে হজ ক্যাম্পে উপস্থিতির অনুরোধ

অনলাইন ডেস্ক
আপডেট : ০৬ মে ২০২৫, ০০: ১১
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আগামীকাল মঙ্গলবার লন্ডন থেকে দেশে ফিরবেন। তাঁকে বহনকারী বিমানটি রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে তাঁর বাসভবন পর্যন্ত সড়কে বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত থাকবেন। ফলে, আগামীকাল মঙ্গলবার যেসব হজযাত্রী নির্দিষ্ট তিনটি ফ্লাইটে সৌদি আরব যাবেন, তাঁদের আগেভাগেই হজ ক্যাম্পে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আজ সোমবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ অফিস এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানিয়েছে। এতে বলা হয়েছে, এতদ্দ্বারা সংশ্লিষ্ট হজ এজেন্সির স্বত্বাধিকারী/অংশীদার/পরিচালক/চেয়ারম্যানগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ৬ মার্চ (মঙ্গলবার) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রোডে ভিভিআইপি মুভমেন্ট থাকবে। ফলে রাস্তায় যানজট সৃষ্টির আশঙ্কা রয়েছে।

এতে আরও বলা হয়েছে, সে পরিপ্রেক্ষিতে যানজটসংক্রান্ত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য যেসব হজ এজেন্সির হজ যাত্রীগণ নিম্নোক্ত হজ ফ্লাইটে সৌদি আরব গমন করবেন, সেসব হজ যাত্রীকে আগামীকাল সকাল ৬টার মধ্যে হজ ক্যাম্পে উপস্থিতি নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।

ফ্লাইট তিনটি হলো—সৌদিয়া এয়ারলাইনসের এসভি-৩৮০৯ নম্বর ফ্লাইট, যা যাত্রা শুরু করবে আগামীকাল দুপুর ১২টা ৫০ মিনিটে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৩১ এবং বিজি-১৩৫ নম্বরের পৃথক দুটি ফ্লাইট যাত্রা করবে যথাক্রমে বেলা ২টা ৫ মিনিটে ও বিকেল ৪টা ৪৫ মিনিটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত