Ajker Patrika

সাপের বাক্সে ২৫ হাজার ইয়াবা

মুন্সিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০২ আগস্ট ২০২২, ১৯: ৪৫
সাপের বাক্সে ২৫ হাজার ইয়াবা

মুন্সিগঞ্জের শ্রীনগরে এক সাপুড়ের কাছ থেকে ২৫ হাজার ৭১টি ইয়াবা বড়ি উদ্ধার করেছে র‍্যাব। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে শ্রীনগর উপজেলার ছনবাড়ী এলাকা থেকে সাপুড়ে আসলামকে (৫৪) গ্রেপ্তার করা হয়। তিনি সাপের বাক্সে ইয়াবা বহন করছিলেন। 

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে র‍্যাব-১০। আসলাম লৌহজং উপজেলার মৌছামান্দ্রা এলাকার বেদে সম্প্রদায়ের আবুল হাশেমের ছেলে। 

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১০-এর একটি দল জানতে পারে একজন সাপুড়ে তাঁর পেশার আড়ালে মাদকদ্রব্য ইয়াবা বড়ি পাচার করছে। এর ভিত্তিতে গতকাল রাত ৮টার দিকে শ্রীনগর উপজেলার ছনবাড়ী চৌরাস্তায় অবস্থান নেয়। এ সময় সাপুড়ে আসলামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁর কাছে থাকা সাপের বাক্স তল্লাশি করে দেখা যায়— বাক্সের মধ্যে ওপরে সাপ রেখে তার নিচে অভিনব কায়দায় আলাদাভাবে তৈরি করা বাক্সে ইয়াবা রাখা হয়েছে। পরে সে বাক্স থেকে ২৫ হাজার ৭১টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। 

র‍্যাব আরও জানায়, সাপুড়ে আসলাম দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে রাজধানীসহ বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। মঙ্গলবার আসলামের বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলা করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত