Ajker Patrika

রাজধানীতে নার্সিং কলেজ থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

রাজধানীর যাত্রাবাড়ীর মদিনা টাওয়ারে মিলেনিয়াম নার্সিং কলেজের ষষ্ঠ তলা থেকে পল্লব হালদার (১৯) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার দুপুরে যাত্রাবাড়ী থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহতের বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার সুজারাম গ্রামে। তিনি ওই এলাকার সঞ্জিত হালদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম বলেন, বুধবার দুপুরে যাত্রাবাড়ির ৫৩ মদিনা টাওয়ারে মিলিনিয়াম নার্সিং কলেজের ষষ্ঠ তলার সিঁড়ির রেলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন‍্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। মায়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

তিনি আরও বলেন, আমরা সিসিটিভি ফুটেজ দেখে যতটুকু জানতে পেরেছি রাত ১টার দিকে ওই শিক্ষার্থী সিঁড়ির রেলিংয়ে এসে গলায় ফাঁস দেয়। এ সময় সবাই ঘুমে থাকায় কাউকে দেখা যায়নি। প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত