নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সম্প্রতি সংগঠিত সাম্প্রদায়িক হামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আহ্বান জানাই, ২০১২ সালের রামু, পাবনার সুজানগর, নাসিরনগর, সুনামগঞ্জের শাল্লায় সাম্প্রদায়িক হামলা, লুটপাট ঘটেছিল সেগুলোর বিচার এখনো সম্পন্ন হয়নি। অতি দ্রুত বিচার করার দাবি জানাই। বিচার বিলম্বের কারণে সাম্প্রদায়িক গোষ্ঠী বারবার হামলা করার সাহস পাচ্ছে। যদি সাধারণ আইনে বিচার না হয় তাহলে বিশেষ ট্রাইব্যুনাল করে বিচার করতে হবে।
আজ বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘গৌরব ৭১’ আয়োজিত সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন হানিফ।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, দুর্ভাগ্য আমাদের আজ সমাজ থেকে শত বছরের লোক সংস্কৃতি হারিয়ে গেছে। আজকে গ্রাম থেকে নাটক, পালা গান, জারি সারি, পুঁথি গান হারিয়ে গেছে। আজকে সমাজ থেকে সংস্কৃতি চলে গেছে। ওয়াজ মাহফিলের মধ্য মানুষকে ধর্মান্ধ করার কাজ শুরু হয়েছে।
হানিফ বলেন, এই বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ ছিল। জাতির পিতা আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করেছিলেন। আজকের সেই বাংলাদেশ আমাদের মাঝ থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে।
বাংলাদেশে সকল ধর্মের মানুষ ধর্ম পালন করবে বলে জানিয়ে তিনি বলেন, আমরা ধর্ম পরায়ণ হতে চাই, ধর্মান্ধ হতে চাই না। আজকে মানুষকে ধর্মান্ধ করার মধ্য দিয়ে সমাজকে কলুষিত করা হচ্ছে। একাত্তরে ধর্মের ভুল ব্যাখ্যা করে লাখ লাখ মানুষকে হত্যা করা হয়েছে, মা-বোনদের নির্যাতন করা হয়েছে।
গৌরব ‘৭১ এর সভাপতি এসএম মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে এবং সংগঠনটির সাধারণ সম্পাদক এফ এম শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ, আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস প্রমুখ।
সম্প্রতি সংগঠিত সাম্প্রদায়িক হামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আহ্বান জানাই, ২০১২ সালের রামু, পাবনার সুজানগর, নাসিরনগর, সুনামগঞ্জের শাল্লায় সাম্প্রদায়িক হামলা, লুটপাট ঘটেছিল সেগুলোর বিচার এখনো সম্পন্ন হয়নি। অতি দ্রুত বিচার করার দাবি জানাই। বিচার বিলম্বের কারণে সাম্প্রদায়িক গোষ্ঠী বারবার হামলা করার সাহস পাচ্ছে। যদি সাধারণ আইনে বিচার না হয় তাহলে বিশেষ ট্রাইব্যুনাল করে বিচার করতে হবে।
আজ বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘গৌরব ৭১’ আয়োজিত সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন হানিফ।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, দুর্ভাগ্য আমাদের আজ সমাজ থেকে শত বছরের লোক সংস্কৃতি হারিয়ে গেছে। আজকে গ্রাম থেকে নাটক, পালা গান, জারি সারি, পুঁথি গান হারিয়ে গেছে। আজকে সমাজ থেকে সংস্কৃতি চলে গেছে। ওয়াজ মাহফিলের মধ্য মানুষকে ধর্মান্ধ করার কাজ শুরু হয়েছে।
হানিফ বলেন, এই বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ ছিল। জাতির পিতা আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করেছিলেন। আজকের সেই বাংলাদেশ আমাদের মাঝ থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে।
বাংলাদেশে সকল ধর্মের মানুষ ধর্ম পালন করবে বলে জানিয়ে তিনি বলেন, আমরা ধর্ম পরায়ণ হতে চাই, ধর্মান্ধ হতে চাই না। আজকে মানুষকে ধর্মান্ধ করার মধ্য দিয়ে সমাজকে কলুষিত করা হচ্ছে। একাত্তরে ধর্মের ভুল ব্যাখ্যা করে লাখ লাখ মানুষকে হত্যা করা হয়েছে, মা-বোনদের নির্যাতন করা হয়েছে।
গৌরব ‘৭১ এর সভাপতি এসএম মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে এবং সংগঠনটির সাধারণ সম্পাদক এফ এম শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ, আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস প্রমুখ।
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে সাইদুর রহমান (৬০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত ব্যক্তির বাড়িতে অগ্নিসংযোগ করেন।
৮ মিনিট আগেপটুয়াখালীর লাউকাঠি নদী থেকে রাহুল সমাদ্দার (১৫) নামে স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (১৬ মে) দুপুর ১২টার দিকে নদীর উত্তর প্রান্তের গোডাউনের পশ্চিম পাশ থেকে লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
১২ মিনিট আগেবই পড়ায় কৃতিত্ব অর্জন করায় বরিশালের ৩৬টি স্কুলের ২ হাজার ৪১১ জন শিক্ষার্থীকে পুরস্কার দিয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্র। আজ শুক্রবার নগরের ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে এই পুরস্কার বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে গ্রামীণফোন।
১৩ মিনিট আগেএকসময় সংসার চলত টানাটানিতে। বছরের দুই মৌসুমে ধান চাষ করেও পেছনে থাকত ঋণের বোঝা। সেই বাস্তবতা বদলে গেছে রংপুরের তারাগঞ্জ উপজেলার রহিমাপুর গ্রামের কৃষক আব্দুর রহিমের (৩২)। ধানখেতে হাঁস ও মাছের সমন্বিত চাষ করে এখন বছরে আয় করছেন প্রায় ৮ লাখ টাকা।
১৮ মিনিট আগে