Ajker Patrika

রাজধানীর মোহাম্মদপুরে সন্ত্রাসী হামলায় দুই বিএনপি নেতা আহত

ঢামেক প্রতিবেদক
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১১: ৫৩
রাজধানীর মোহাম্মদপুরে সন্ত্রাসী হামলায় দুই বিএনপি নেতা আহত

রাজধানী মোহাম্মদপুর থানা এলাকায় সন্ত্রাসীদের গুলি ও চাপাতির আঘাতে বিএনপি দুই নেতা গুরুতর আহত হয়েছেন। আহতেরা হলেন মোহাম্মদপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ড সভাপতি মান্নান হোসেন শাহিন (৪০), একই ওয়ার্ডের লাউতারা ইউনিটের বিএনপির সভাপতি মো. রিয়াজ (৩৫)। 

গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুর চাঁদ উদ্যান হাউজিং সমিতি অফিসের ভেতরে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাঁদের দুজনকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। 

আহত রিয়াজ জানান, তিনি পেশায় সিএনজিচালক এবং ৩৩ নম্বর ওয়ার্ড লাউতারা ইউনিটের বিএনপি সভাপতি। মান্নান ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। সন্ধ্যায় তাঁরা কয়েকজন চাঁদ উদ্যান হাউজিং সমিতি অফিসে বসে ছিলেন। এ সময় কয়েকটি মোটরসাইকেলে ১৫-২০ জন সন্ত্রাসী তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁদের আহত করে। এতে একটি গুলি তাঁর মাথার উপরিভাগে লেগে চলে যায়। আর মান্নানকে শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। 

এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক আজকের পত্রিকাকে জানান, রাতে মোহাম্মদপুর থেকে বিএনপির দুই নেতা আহত হয়ে হাসপাতালে এসেছেন। তাঁদের মধ্যে রিয়াজের মাথায় আঘাত রয়েছে। আর মান্নানের হাত-পাসহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। জরুরি বিভাগে তাঁদের চিকিৎসা চলছে। ঘটনাটি মোহাম্মদপুর থানায় জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত