Ajker Patrika

উত্তরখানে আইস-ইয়াবাসহ গ্রেপ্তার ১  

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
উত্তরখানে আইস-ইয়াবাসহ গ্রেপ্তার ১  

রাজধানীর উত্তরখানে আইস ও ইয়াবাসহ মো. রাজিব (১৯) নামের একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরখানের দোবাদিয়া ব্রিজের পূর্ব পাশ থেকে আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তার করার সময় তাঁর কাছ থেকে ২৫ গ্রাম আইস ও ৭০০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। 

গ্রেপ্তারকৃত ওই মাদক কারবারি টাঙ্গাইলের মির্জাগঞ্জ উপজেলার খাটাসিয়া গ্রামের বকুল শিকদারের ছেলে। বর্তমানে রাজধানীর ভাটারার নয়াবাড়ীর মদিনা অ্যাভিনিউতে থাকেন। 

এ বিষয়ে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ আজকের পত্রিকাকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে দোবাদিয়া ব্রিজের পূর্ব পাশ থেকে ২৫ গ্রাম আইস ও ৭০০ পিচ ইয়াবাসহ রাজিবকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে উত্তরখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। 

এক প্রশ্নের জবাবে ওসি বলেন, তিনি কোথা থেকে কীভাবে এসব মাদকদ্রব্য নিয়ে এসেছেন, তা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ মাদকের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত