ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে চৌধুরী সাব্বির আলী নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছেন এলাকাবাসী। পরে ওই নেতাকে মারধর করা হয়। ঘটনার দুদিন পর এর কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই আওয়ামী লীগ নেতা সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। উপজেলা সদরে তার প্রভাব বিস্তার রয়েছে এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী।
জানা গেছে, গত রোববার রাতে জেলা সদরের গেরদা ইউনিয়নের গোকাইল গ্রামের বাসিন্দা এক প্রবাসীর বাড়িতে যান সাব্বির চৌধুরী। পরে এলাকাবাসী বিষয়টি টের পেয়ে রাত ১টার দিকে দুই সন্তানের জননী প্রবাসীর স্ত্রীর ঘরের ভেতর থেকে আটক করে তাকে। এ সময় স্থানীয় কয়েকজন মুঠোফোনে সেই দৃশ্য ধারন করে রাখে। পরে এলন লাভার (Alone Lover) নামে একটি ফেসবুক পেজ থেকে ভিডিও প্রকাশ করা হয়। যা রীতিমতো ভাইরাল।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রবাসীর স্ত্রীর কক্ষে এক কোনে নিশ্চুপ বসে আছেন ওই আওয়ামী লীগ নেতা। তার পাশেই ওই প্রবাসীর স্ত্রী পায়চারী করছেন। এ সময় স্থানীয় কয়েকজন উত্তেজিত হয়ে মারধরও করতে থাকে।
ঘটনাটির সত্যতা নিশ্চিত করে ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মিলন হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার দিন গভীর রাতে ওই মহিলার প্রতিবেশী রফিক মোল্যা ফোন দিয়ে আমাকে বিষয়টি জানায়। পরে রাতেই আমরা গিয়ে দেখি তাকে আপত্তিকর অবস্থায় ধরা হয়েছে। এরপর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম আয়ূব হারিস মিয়া তাকে নিয়ে যায়।’
তবে আওয়ামী লীগ নেতা চৌধুরী সাব্বির আলীর দাবি, ‘তাকে ষড়যন্ত্রমূলক ফাঁসানো হয়েছে।’ তিনি আরও বলেন, ‘মেয়েটার বাবার বাড়ি আমাদের এলাকায়। তাদের পারিবারিক ঝামেলা মেটানোর জন্য আমাকে ডাকা হয়। পরবর্তীতে পরিকল্পিতভাবে আমাকে হেনস্তা করে।’
কারা ডেকে নিয়েছিল? এ বিষয়ে তাদের নাম জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।
ওই নারীর সঙ্গে পারিবারিক কোনো সম্পর্ক আছে কি-না এবং গভীর রাতে কেন গিয়েছেন? জানতে চাইলে বলেন, ‘মেয়েটা আমার এলাকার, আত্মীয় না। বিষয়টি নিয়ে নিউজ কইরেন না।’
বিষয়টি নিয়ে গেরদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম আয়ূব হারিস মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি যেভাবে রটানো হয়েছে, আসলে সেটা না। রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে। তবে, রাতে তার আসা ঠিক হয়নি। যে কারণে এলাকাবাসী ধরে আমাকে জানিয়েছিল।’
বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ভিডিও দেখিইনি এবং কি হয়েছে কিছুই জানিনা।’
ফরিদপুরে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে চৌধুরী সাব্বির আলী নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছেন এলাকাবাসী। পরে ওই নেতাকে মারধর করা হয়। ঘটনার দুদিন পর এর কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই আওয়ামী লীগ নেতা সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। উপজেলা সদরে তার প্রভাব বিস্তার রয়েছে এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী।
জানা গেছে, গত রোববার রাতে জেলা সদরের গেরদা ইউনিয়নের গোকাইল গ্রামের বাসিন্দা এক প্রবাসীর বাড়িতে যান সাব্বির চৌধুরী। পরে এলাকাবাসী বিষয়টি টের পেয়ে রাত ১টার দিকে দুই সন্তানের জননী প্রবাসীর স্ত্রীর ঘরের ভেতর থেকে আটক করে তাকে। এ সময় স্থানীয় কয়েকজন মুঠোফোনে সেই দৃশ্য ধারন করে রাখে। পরে এলন লাভার (Alone Lover) নামে একটি ফেসবুক পেজ থেকে ভিডিও প্রকাশ করা হয়। যা রীতিমতো ভাইরাল।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রবাসীর স্ত্রীর কক্ষে এক কোনে নিশ্চুপ বসে আছেন ওই আওয়ামী লীগ নেতা। তার পাশেই ওই প্রবাসীর স্ত্রী পায়চারী করছেন। এ সময় স্থানীয় কয়েকজন উত্তেজিত হয়ে মারধরও করতে থাকে।
ঘটনাটির সত্যতা নিশ্চিত করে ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মিলন হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার দিন গভীর রাতে ওই মহিলার প্রতিবেশী রফিক মোল্যা ফোন দিয়ে আমাকে বিষয়টি জানায়। পরে রাতেই আমরা গিয়ে দেখি তাকে আপত্তিকর অবস্থায় ধরা হয়েছে। এরপর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম আয়ূব হারিস মিয়া তাকে নিয়ে যায়।’
তবে আওয়ামী লীগ নেতা চৌধুরী সাব্বির আলীর দাবি, ‘তাকে ষড়যন্ত্রমূলক ফাঁসানো হয়েছে।’ তিনি আরও বলেন, ‘মেয়েটার বাবার বাড়ি আমাদের এলাকায়। তাদের পারিবারিক ঝামেলা মেটানোর জন্য আমাকে ডাকা হয়। পরবর্তীতে পরিকল্পিতভাবে আমাকে হেনস্তা করে।’
কারা ডেকে নিয়েছিল? এ বিষয়ে তাদের নাম জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।
ওই নারীর সঙ্গে পারিবারিক কোনো সম্পর্ক আছে কি-না এবং গভীর রাতে কেন গিয়েছেন? জানতে চাইলে বলেন, ‘মেয়েটা আমার এলাকার, আত্মীয় না। বিষয়টি নিয়ে নিউজ কইরেন না।’
বিষয়টি নিয়ে গেরদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম আয়ূব হারিস মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি যেভাবে রটানো হয়েছে, আসলে সেটা না। রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে। তবে, রাতে তার আসা ঠিক হয়নি। যে কারণে এলাকাবাসী ধরে আমাকে জানিয়েছিল।’
বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ভিডিও দেখিইনি এবং কি হয়েছে কিছুই জানিনা।’
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৫ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৫ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৫ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৭ ঘণ্টা আগে