Ajker Patrika

টুঙ্গিপাড়ায় আ.লীগের মশাল মিছিল, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২: ১৫
টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের মশাল মিছিল। ছবি: আজকের পত্রিকা
টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের মশাল মিছিল। ছবি: আজকের পত্রিকা

আওয়ামী লীগের ডাকা হরতালের সমর্থনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মশাল মিছিল হয়েছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গতকাল সোমবার রাতে মশাল মিছিল করেন।

ধানমন্ডি ৩২-এর বাড়ি ভাঙচুর, দেশব্যাপী আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বাড়ি-ঘরে হামলা, শেখ হাসিনাসহ তাঁদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারসহ লুটপাট, অগ্নিসংযোগ ও হরতালের সমর্থনে মিছিল করেন নেতা-কর্মীরা।

রাতে টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া বাজার ও কুশলী ইউনিয়নের খালেক বাজারে মশাল মিছিলটি বের হয়। এর দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসের পদত্যাগের দাবি জানান আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

এদিকে আওয়ামী লীগের কেন্দ্র ঘোষিত হরতাল ও মশাল মিছিলের খবরে বিক্ষোভ মিছিল করে উপজেলা বিএনপি।

গতকাল রাতে উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডের মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট ও ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া বাজারে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মিছিলে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের বিরুদ্ধে নানা স্লোগান দেন তাঁরা।

পরে পৌর মাল্টিপারপাস সুপার মার্কেটে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ সালাউদ্দিন ইসলাম, সদস্যসচিব মাহবুব হোসেন নাসির, যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন, ছাত্রদলের আহ্বায়ক ঈসমাইল হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জসিম উদ্দিন ও শ্রমিক দলের আহ্বায়ক কবিরুল ইসলাম বক্তব্য দেন।

এ সময় বক্তারা আওয়ামী লীগের ডাকা হরতালকে প্রতিহত করার ঘোষণা দিয়ে বলেন, আওয়ামী লীগের কেন্দ্র ঘোষিত মশাল মিছিলকে প্রতিহত করা হবে। সেই সঙ্গে গোপালগঞ্জ জেলা বিএনপির সমাবেশ সফলভাবে শেষ করা হবে। আওয়ামী লীগের কোনো কর্মসূচি সফল হবে না।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কিছু লোক সীমান্ত এলাকায় মশাল মিছিল করেছে বলে শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে পুলিশ সব সময় সজাগ আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত