নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল শুক্রবার (৩ অক্টোবর) রাতে রূপনগর ইস্টার্ন হাউজিং এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার সেনাবাহিনীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার দুজন হলেন নেছার উদ্দিন ও তাঁর সহযোগী জাহিদুর রহমান দীপু।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকালে সেনপাড়ায় আল হেলাল হাসপাতালের সামনে আলিফ পরিবহনের একটি বাসে আগুন লাগিয়ে দেয় সন্ত্রাসীরা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থানীয় সন্ত্রাসী গ্রুপের নেতা ‘পিচ্চি পিন্টু’ ও তাঁর সহযোগী নেছার দীর্ঘদিন ধরে আলিফ পরিবহনের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় নেছারসহ তিন-চারজন সশস্ত্র সহযোগী বাসে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে আগুন লাগিয়ে দেয়। এ সময় চালক ও সহকারীকে মারধরও করা হয়।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নেছার ও দীপুকে গ্রেপ্তার করা হয়েছে। চক্রের প্রধান পিচ্চি পিন্টুকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে।
তদন্তে জানা যায়, পিচ্চি পিন্টুর নেতৃত্বাধীন গ্রুপটি মোহাম্মদপুর থেকে নিয়ন্ত্রিত হয়ে মিরপুর এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে। আধিপত্য বিস্তারের অংশ হিসেবেই এই নাশকতা ঘটানো হয়।
এ বিষয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বাসে আগুন ও গুলি চালানোর ঘটনায় দুজনকে আসামি করে জ্বালাও-পোড়াও আইনে মামলা করেছে পরিবহন কর্তৃপক্ষ। সেনাবাহিনী তাঁদের গ্রেপ্তার করেছে। আজ দুপুরের পর তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল শুক্রবার (৩ অক্টোবর) রাতে রূপনগর ইস্টার্ন হাউজিং এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার সেনাবাহিনীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার দুজন হলেন নেছার উদ্দিন ও তাঁর সহযোগী জাহিদুর রহমান দীপু।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকালে সেনপাড়ায় আল হেলাল হাসপাতালের সামনে আলিফ পরিবহনের একটি বাসে আগুন লাগিয়ে দেয় সন্ত্রাসীরা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থানীয় সন্ত্রাসী গ্রুপের নেতা ‘পিচ্চি পিন্টু’ ও তাঁর সহযোগী নেছার দীর্ঘদিন ধরে আলিফ পরিবহনের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় নেছারসহ তিন-চারজন সশস্ত্র সহযোগী বাসে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে আগুন লাগিয়ে দেয়। এ সময় চালক ও সহকারীকে মারধরও করা হয়।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নেছার ও দীপুকে গ্রেপ্তার করা হয়েছে। চক্রের প্রধান পিচ্চি পিন্টুকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে।
তদন্তে জানা যায়, পিচ্চি পিন্টুর নেতৃত্বাধীন গ্রুপটি মোহাম্মদপুর থেকে নিয়ন্ত্রিত হয়ে মিরপুর এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে। আধিপত্য বিস্তারের অংশ হিসেবেই এই নাশকতা ঘটানো হয়।
এ বিষয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বাসে আগুন ও গুলি চালানোর ঘটনায় দুজনকে আসামি করে জ্বালাও-পোড়াও আইনে মামলা করেছে পরিবহন কর্তৃপক্ষ। সেনাবাহিনী তাঁদের গ্রেপ্তার করেছে। আজ দুপুরের পর তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি রাসায়নিক গুদামে লাগা ভয়াবহ আগুনে পুড়ে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। টিনশেড দোতলা গুদামটিতে আগুন লাগার পর তা বিস্ফোরিত হয়ে পাশের একটি চারতলা ভবনে ছড়িয়ে পড়ে।
১৪ মিনিট আগেরূপনগর থানার ওসি (তদন্ত) মোখলেছুর রহমান বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত ৭টি মরদেহের দাবিদার এসেছে। জানতে পেরেছি ঢাকা মেডিকেলে আরও কয়েকটি মরদেহের দাবিদার এসেছে। এদের যাচাই-বাছাই করা হবে। তবে মরদেহগুলোর ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা রাখা হবে।
২৪ মিনিট আগেজেয়ালতা গ্রামের বৃদ্ধ আব্দুল মজিদ (৬৭) বলেন, ‘ভোর থেকে লাইন ধরি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লাইন আরও লম্বা হয়। অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও আটা পাই না।’
৩৩ মিনিট আগেখুলনার তেরখাদায় গরিব মানুষের জন্য বরাদ্দ সরকারি ওএমএসের (ওপেন মার্কেট সেল) আটা বাজারে পাচারের সময় ধরা পড়েছেন হামিম বিল্লাহ (৪০) নামের এক ব্যক্তি। গতকাল মঙ্গলবার রাতে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হন তিনি।
১ ঘণ্টা আগে