Ajker Patrika

কিশোরগঞ্জে ভুট্টা খেতের পাশ থেকে নারীর লাশ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে ভুট্টা খেতের পাশ থেকে নারীর লাশ উদ্ধার

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ভুট্টা খেতের পাশ থেকে হালিমা খাতুন (৬০) নামে এক বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার নোয়াবাদ ইউনিয়নের সিন্দ্রীপ গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হালিমা খাতুন সিন্দ্রীপ গ্রামের আফতাব উদ্দিনের স্ত্রী।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার সকালে বাড়ির পাশে একটি ভুট্টা খেতের পাশে হালিমার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। নিহতের গলায় একটি দড়ি পাওয়া গেছে। তবে গলায় কোনো দাগ পাওয়া যায়নি।

নিহতের মেয়ে চম্পা (৪৫) বলেন, ‘প্রতিবেশী বিল্লালের সঙ্গে জায়গা-জমি নিয়ে দীর্ঘদিনের ঝামেলা। প্রায়ই আমাদের দেখে নেওয়ার হুমকি দিত। বিল্লাল গং আমার মাকে হত্যা করেছে। আমরা এর বিচার চাই।’ এ বিষয়ে জানতে অভিযুক্ত বিল্লাল গংয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী বলেন, ‘তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাবে না। এ ঘটনায় আমরা মানিক নামে একজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। গভীর তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত