Ajker Patrika

নতুন রায়েরবাজার গড়বে শিশু পরিকল্পনাবিদেরা

অনলাইন ডেস্ক
চার দিনব্যাপী ‘শিশু ও যুববান্ধব শহর’ শীর্ষক নকশা প্রদর্শনী অনুষ্ঠানে আলোচকেরা। ছবি: আজকের পত্রিকা
চার দিনব্যাপী ‘শিশু ও যুববান্ধব শহর’ শীর্ষক নকশা প্রদর্শনী অনুষ্ঠানে আলোচকেরা। ছবি: আজকের পত্রিকা

নগর-পরিকল্পনায় শিশুদের মতামতের প্রতিফলন না থাকায় বাংলাদেশে শিশুবান্ধব নগর নিশ্চিত করা সম্ভব হয়নি। তাই শিশু ও যুববান্ধব রায়েরবাজার গড়ার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৪ নম্বর ওয়ার্ডের ৮-১৮ বছর বয়সী শিশু এবং কিশোর-কিশোরীরা তাদের আশপাশের পরিবেশের জন্য যে উন্নতি করতে চায়, তার কিছু রূপরেখা দিয়েছে ‘রায়েরবাজার টু গ্রো আপ ইন’।

ব্র্যাক ইউনিভার্সিটি এবং ওয়ার্ক ফর আ বেটার বাংলাদেশ ট্রাস্টের (ডব্লিউবিবি ট্রাস্ট) যৌথ উদ্যোগে যুক্তরাজ্যের কার্ডিফ ইউনিভার্সিটি এই গবেষণা প্রকল্পে নেতৃত্ব দিচ্ছে। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর লালমাটিয়ার গ্যালারি দ্য ইল্যুশনে চার দিনব্যাপী ‘শিশু ও যুববান্ধব শহর’ শীর্ষক নকশা প্রদর্শনী অনুষ্ঠানে আলোচকেরা এসব তথ্য তুলে ধরেন।

ডব্লিউবিবি ট্রাস্ট থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নকশা প্রদর্শনীতে শিশু এবং যুবকেরা রায়েরবাজার ঘিরে তাদের চিন্তাগুলো বিশিষ্ট অতিথিদের কাছে উপস্থাপন করে এবং কীভাবে পরিকল্পনাগুলো বাস্তবায়ন বা বিবেচনা করতে পারে। আয়োজনে কার্ডিফ ইউনিভার্সিটির স্কুল অব জিওগ্রাফি অ্যান্ড প্ল্যানিংয়ের প্রজেক্ট লিড ড. মাতলুবা খান সঞ্চালনা করেন।

চার দিনব্যাপী ‘শিশু ও যুববান্ধব শহর’ শীর্ষক নকশা প্রদর্শনী অনুষ্ঠানে আলোচকেরা। ছবি: আজকের পত্রিকা
চার দিনব্যাপী ‘শিশু ও যুববান্ধব শহর’ শীর্ষক নকশা প্রদর্শনী অনুষ্ঠানে আলোচকেরা। ছবি: আজকের পত্রিকা

এতে বক্তব্য দেন হেলথব্রিজ ফাউন্ডেশন অব কানাডার সিনিয়র অ্যাডভাইজার দেবরা ইফরইমসন, যুক্তরাজ্যের কার্ডিফ ইউনিভার্সিটির ড. টম স্মিথ, ব্র্যাক ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের ডক্টর মো. রাশেদ ভূঁইয়া, ওয়ার্ক ফর আ বেটার বাংলাদেশ ট্রাস্টের নির্বাহী পরিচালক সাইফুদ্দিন আহমেদ, রায়েরবাজার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুননেসা, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা এম এ মান্নান মনির, লরেল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যক্ষ শিশির মণ্ডল, কচিকণ্ঠ হাইস্কুলের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম, ওয়ার্ক ফর আ বেটার বাংলাদেশ ট্রাস্ট পরিচালক গাউস পিয়ারী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত