Ajker Patrika

রাতে স্বামীর সঙ্গে ঝগড়া, ভোরে স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাতে স্বামীর সঙ্গে ঝগড়া, ভোরে স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর খিলগাঁওয়ে জান্নাতুল ফেরদৌস ইতি (১৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার নন্দিপাড়া এলাকার একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সোনিয়া পারভিন।

ইতির লাশ ঝুলন্ত অবস্থা থেকে মাটিতে নামান প্রতিবেশী ইলেকট্রিক মিস্ত্রি কাজল মিয়া। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ইতি আমাদের প্রতিবেশী। পুলিশের অনুরোধে আমিসহ কয়েকজন তাঁর লাশটি নামাই। আমরা শুনেছি ইতির স্বামী বাড়িতে থাকেন না। মোবাইল ফোনে স্বামীর সঙ্গে গতকাল রাতে তাঁর ঝগড়া হয়। তারপর সকালে আমরা তাঁর ঝুলন্ত লাশ দেখতে পাই। আমাদের ধারণা স্বামীর সঙ্গে ঝগড়া করে মান-অভিমান থেকে ইতি আত্মহত্যা করতে পারেন।’ 

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সোনিয়া পারভিন আজকের পত্রিকাকে বলেন, ‘মাহাদি ইসলাম নামের এক যুবকের সঙ্গে বিয়ে হয় ইতির। গত রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এপর সকালে ঝুলন্ত লাশের খবর পেয়ে নন্দিপাড়ার ওই বাসা থেকে ইতির মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ওই নারী বারান্দায় গ্রিলের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ছিল। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত