নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লকডাউনের অষ্টম দিন শুক্রবারে রাস্তায় কমেছে যানবাহন ও মানুষের সংখ্যা। বিভিন্ন স্থানে অলস সময় কাটাচ্ছেন ট্রাফিক পুলিশ ও চেকপোস্টগুলোতে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যরা। মূল সড়কগুলোতে ভিড় না থাকলেও এলাকার গলিগুলোতে ভিড় দেখা গেছে। নেই সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধির বালাই।
অনেকের মুখেই নেই মাস্ক। বেশ কয়েকটি এলাকার মসজিদগুলোতেও একই অবস্থা। নামাজ পড়তে আসা মুসল্লিদের মধ্যে নেই সামাজিক দূরত্ব। তবে মসজিদে অধিকাংশই মাস্ক পড়ে আদায় করেছে জুম্মার নামাজ।
মালিবাগ রেলগেটে একজন ট্রাফিক পুলিশ জানান, ছুটির দিন হওয়ায় আজ তেমন যানবাহনের চাপ নেই। বাইরে মানুষ কম থাকায় রিকশার চাপও অনেকটাই কম। তবে বিকেলে চাপ বাড়তে পারে। ছুটির দিনে সকালে না বের হলেও বিকেলে অনেকেই নানান কারণে বের হবেন।
হাজীপাড়ায় জুমার নামাজ পড়তে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সোলাইমান হক বলেন, ‘বাসা থেকে তো সবাই ইদানীং একটু কম বের হয়। শুক্রবার বন্ধুবান্ধব সবাই একসঙ্গে নামাজে আসে। সবার কাহিনিই অনেকটা এমন। তাই এখানে সামাজিক দূরত্ব মানার তেমন সুযোগ নাই। তাও যতটুকু সম্ভব দূরত্ব রাখার চেষ্টা সবাই করে।’
অতিরিক্ত কিছু আয়ের উদ্দেশ্যে সকাল থেকেই রিকশা নিয়ে বের হয়েছেন জীবন আলী শেখ। কিন্তু যাত্রীর অভাবে অলস বসে আছেন রাজারবাগ মোড়ে। তিনি বলেন, ‘ভাবছিলাম আইজকা কিছু বেশি ট্যাকা নিয়া ঘরে যামু। সকাল থিকা রিকশা টানতাছি মাগার রাস্তাত লোক নাই। যা আছে খালি হাঁটে, রিকশাত ওঠে না।’
নামাজ শেষে এলাকার গলিগুলোতে বিভিন্ন বয়সীদের আড্ডারত অবস্থায় দেখা গেছে। তাঁদের মধ্যেও নেই কোন সামাজিক দূরত্ব, মাস্ক। অনেকেই চায়ের দোকানে আড্ডায় মেতেছেন। বাসাবোর বাসিন্দা সোহরাব কাইয়ুম বলেন, ‘করোনা বাড়ছে, অবস্থা খারাপ হচ্ছে জানি কিন্তু এর মধ্যেই তো বেঁচে থাকতে হবে। থেমে তো থাকা যায় না। একটু সুস্থ স্বাভাবিক থাকার জন্য হলেও একটু আড্ডা-গল্পের দরকার আছে।’
ছুটির দিনে সকালে রাজধানীর মূল সড়কগুলোতে ভিড় না থাকলেও রাজধানীতে প্রবেশপথগুলোতে আজ সকালে মানুষের ভিড় দেখা গেছে। গাবতলী, সাইনবোর্ড এলাকা দিয়ে ঢাকার বাইরে থেকে পায়ে হেঁটে আসছে মানুষ। চাঁদপুর থেকে আসা মুনিরুল ইসলাম বলেন, ‘লকডাউন শেষ না হওয়া পর্যন্ত অফিস বন্ধ থাকবে বলেছিল। কিন্তু এখন খুলে গেছে। তাই বাধ্য হয়ে আসতেই হল। প্রতিষ্ঠানের সবাইকে বলে দেওয়া হইছে, ঢাকায় না আসলে চাকরি থাকবে না।’
লকডাউনের অষ্টম দিন শুক্রবারে রাস্তায় কমেছে যানবাহন ও মানুষের সংখ্যা। বিভিন্ন স্থানে অলস সময় কাটাচ্ছেন ট্রাফিক পুলিশ ও চেকপোস্টগুলোতে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যরা। মূল সড়কগুলোতে ভিড় না থাকলেও এলাকার গলিগুলোতে ভিড় দেখা গেছে। নেই সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধির বালাই।
অনেকের মুখেই নেই মাস্ক। বেশ কয়েকটি এলাকার মসজিদগুলোতেও একই অবস্থা। নামাজ পড়তে আসা মুসল্লিদের মধ্যে নেই সামাজিক দূরত্ব। তবে মসজিদে অধিকাংশই মাস্ক পড়ে আদায় করেছে জুম্মার নামাজ।
মালিবাগ রেলগেটে একজন ট্রাফিক পুলিশ জানান, ছুটির দিন হওয়ায় আজ তেমন যানবাহনের চাপ নেই। বাইরে মানুষ কম থাকায় রিকশার চাপও অনেকটাই কম। তবে বিকেলে চাপ বাড়তে পারে। ছুটির দিনে সকালে না বের হলেও বিকেলে অনেকেই নানান কারণে বের হবেন।
হাজীপাড়ায় জুমার নামাজ পড়তে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সোলাইমান হক বলেন, ‘বাসা থেকে তো সবাই ইদানীং একটু কম বের হয়। শুক্রবার বন্ধুবান্ধব সবাই একসঙ্গে নামাজে আসে। সবার কাহিনিই অনেকটা এমন। তাই এখানে সামাজিক দূরত্ব মানার তেমন সুযোগ নাই। তাও যতটুকু সম্ভব দূরত্ব রাখার চেষ্টা সবাই করে।’
অতিরিক্ত কিছু আয়ের উদ্দেশ্যে সকাল থেকেই রিকশা নিয়ে বের হয়েছেন জীবন আলী শেখ। কিন্তু যাত্রীর অভাবে অলস বসে আছেন রাজারবাগ মোড়ে। তিনি বলেন, ‘ভাবছিলাম আইজকা কিছু বেশি ট্যাকা নিয়া ঘরে যামু। সকাল থিকা রিকশা টানতাছি মাগার রাস্তাত লোক নাই। যা আছে খালি হাঁটে, রিকশাত ওঠে না।’
নামাজ শেষে এলাকার গলিগুলোতে বিভিন্ন বয়সীদের আড্ডারত অবস্থায় দেখা গেছে। তাঁদের মধ্যেও নেই কোন সামাজিক দূরত্ব, মাস্ক। অনেকেই চায়ের দোকানে আড্ডায় মেতেছেন। বাসাবোর বাসিন্দা সোহরাব কাইয়ুম বলেন, ‘করোনা বাড়ছে, অবস্থা খারাপ হচ্ছে জানি কিন্তু এর মধ্যেই তো বেঁচে থাকতে হবে। থেমে তো থাকা যায় না। একটু সুস্থ স্বাভাবিক থাকার জন্য হলেও একটু আড্ডা-গল্পের দরকার আছে।’
ছুটির দিনে সকালে রাজধানীর মূল সড়কগুলোতে ভিড় না থাকলেও রাজধানীতে প্রবেশপথগুলোতে আজ সকালে মানুষের ভিড় দেখা গেছে। গাবতলী, সাইনবোর্ড এলাকা দিয়ে ঢাকার বাইরে থেকে পায়ে হেঁটে আসছে মানুষ। চাঁদপুর থেকে আসা মুনিরুল ইসলাম বলেন, ‘লকডাউন শেষ না হওয়া পর্যন্ত অফিস বন্ধ থাকবে বলেছিল। কিন্তু এখন খুলে গেছে। তাই বাধ্য হয়ে আসতেই হল। প্রতিষ্ঠানের সবাইকে বলে দেওয়া হইছে, ঢাকায় না আসলে চাকরি থাকবে না।’
যশোরের বেনাপোল চেকপোস্টে ভারতগামী পাসপোর্টধারী আরজিনা খাতুন নামের ক্যানসারে আক্রান্ত এক রোগীকে জীবননাশের হুমকি দিয়ে ১৬ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে চিহ্নিত ছিনতাইকারীরা। আজ মঙ্গলবার ভ্রমণ ট্যাক্স কাটার নাম করে বেনাপোল বন্দর বাস টার্মিনাল থেকে ডেকে নিয়ে টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারী ডালিম ও তার দলবল।
১৭ মিনিট আগেটানা বৃষ্টিপাতে আবারও জলাবদ্ধতার শিকার হয়েছে যশোরের ভবদহ অঞ্চল। যশোরের অভয়নগর ও মনিরামপুর উপজেলার অন্তত ৪৫টি গ্রামের বসতবাড়ি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান ডুবে গেছে পানিতে। দীর্ঘদিনের নদী-নালা খনন ও পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে বছর বছর এমন দুর্ভোগে পড়ছে স্থানীয়রা।
২০ মিনিট আগেকিশোরগঞ্জের কুলিয়ারচরে বিদ্যুতায়িত হয়ে মো. শাহাব উদ্দিন (৭০) ও মো. মজনু মিয়া (৬০) নামের দুই কৃষক মারা গেছেন। আজ মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার রামদী ইউনিয়নের তারাকান্দি বন্দে জমিতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
২৫ মিনিট আগেঝালকাঠিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অন্তঃসত্ত্বা নারী ঈশিতা (২৭) মারা গেছেন। তিনি শহরের টিনপট্টি এলাকার বাসিন্দা সজল কুমার বর্ধনের স্ত্রী ও ৮ মাসের গর্ভবতী ছিলেন। ঝালকাঠি সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, ২৬ জুলাই ডেঙ্গুর উপসর্গ নিয়ে ঈশিতাকে সদর হাসপাতালে ভর্তি করানো হয়।
৩০ মিনিট আগে