Ajker Patrika

ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী খসরুর 

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী খসরুর 

ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন ঢাকা-১৮ আসনের কেটলি মার্কার স্বতন্ত্র প্রার্থী মো. খসরু চৌধুরী। দক্ষিণখানের আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের আজ রোববার সকাল ৯টায় ভোট প্রদান শেষে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি। 

খসরু চৌধুরী বলেন, ‘এখানে দেখলাম, আলহামদুলিল্লাহ পরিবেশ ভালো আছে। এখনো ভোটারদের প্রেশার হয়নি। মনে হচ্ছে আধা ঘণ্টা, এক ঘণ্টা পরেই ভোটারদের প্রেশার শুরু হবে।’ এ সময় তিনি অভিযোগ করে বলেন, ‘শেরেবাংলা আইডিয়াল স্কুলে আমার এজেন্টদের বের করে দিয়েছে ও খুব বকাঝকা করেছে ট্রাক মার্কার লোকজন। এখন আমরা চেষ্টা করছি তাদের ভেতরে ঢোকানোর জন্য। আশা করতেছি তাঁরা ঢুকতে পারবে।’ 

খসরু আরও বলেন, ‘বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। ইতিমধ্যে প্রিসাইডিং অফিসারের সঙ্গেও কথা হয়েছে। তারপরও যদি এ রকম করে তাহলে সেন্টারটি কী করা যায় সেটা নিয়েও চিন্তাভাবনা করা হবে।’ ফলাফল যাই হোক, মেনে নেবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এজেন্ট বের করে দেওয়ার মতো যদি এমন ঘটনা ঘটে তাহলে তো মেনে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। যদি সব ঠিকঠাক থাকে তাহলে ডেফিনেটলি মেনে নেব।’ 

জয়ের ব্যাপারে কতটা আশাবাদী জানতে চাইলে এই স্বতন্ত্র প্রার্থী বলেন, ‘আমি শতভাগ নিশ্চিত ইনশা আল্লাহ আমাদের বিজয় হবে।’ 

উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তরখানের পরিবেশ সুষ্ঠু-সুন্দর রয়েছে। কোথাও কোনো ধরনের ঝামেলার খবর আমরা পাই নাই। আলহামদুলিল্লাহ পরিবেশ পরিস্থিতি ভালো আছে।’ 

উত্তরখান ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের দায়িত্বে ডিবির পুলিশ পরিদর্শক এম মোর্শেদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তরখানের সকল কেন্দ্রেই নির্বাচনের ব্যালট বক্স, ব্যালট পৌঁছেছে। এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত