নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকায় মহাসমাবেশ করে সরকার হটানোর এক দফা আন্দোলনের নতুন কর্মসূচিতে রাজধানীর প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। পাল্টা কর্মসূচি হিসেবে রাজধানীর প্রবেশমুখগুলোতে শান্তি সমাবেশের কর্মসূচি ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগও।
তবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বলছে, দুই দলের একদলও তাঁদের কাছে অনুমতি নেয়নি। তাই দুই দলের এই সমাবেশ করতে দেবেন না তাঁরা।
শুক্রবার (২৮ জুলাই) রাতে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো ডিএমপি কশিনার খন্দকার গোলাম ফারুকের এক বক্তব্যে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ‘শনিবার (২৯ জুলাই) বিএনপি ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন রাজধানী ঢাকার সব প্রবেশমুখে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। রাজনৈতিক দলগুলো ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছ থেকে এই অবস্থান কর্মসূচি পালনের জন্য কোনো অনুমতি নেয়নি। আইনশৃঙ্খলা অবনতির গোয়েন্দা প্রতিবেদন ও জনদুর্ভোগের বিষয় বিবেচনায় আগামীকালের সব রাজনৈতিক দলের অবস্থান কর্মসূচি পালনে ডিএমপির পক্ষ থেকে অনুমতি দেওয়া হলো না।’
তবে এর আগে বিএনপির সমাবেশে দেওয়া বক্তব্যে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘এখন থেকে আমাদের কোনো অনুমতির প্রয়োজন নেই। কর্মসূচি পালনের জন্য আমরা আর অনুমতি নেব না।’
ঢাকায় মহাসমাবেশ করে সরকার হটানোর এক দফা আন্দোলনের নতুন কর্মসূচিতে রাজধানীর প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। পাল্টা কর্মসূচি হিসেবে রাজধানীর প্রবেশমুখগুলোতে শান্তি সমাবেশের কর্মসূচি ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগও।
তবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বলছে, দুই দলের একদলও তাঁদের কাছে অনুমতি নেয়নি। তাই দুই দলের এই সমাবেশ করতে দেবেন না তাঁরা।
শুক্রবার (২৮ জুলাই) রাতে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো ডিএমপি কশিনার খন্দকার গোলাম ফারুকের এক বক্তব্যে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ‘শনিবার (২৯ জুলাই) বিএনপি ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন রাজধানী ঢাকার সব প্রবেশমুখে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। রাজনৈতিক দলগুলো ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছ থেকে এই অবস্থান কর্মসূচি পালনের জন্য কোনো অনুমতি নেয়নি। আইনশৃঙ্খলা অবনতির গোয়েন্দা প্রতিবেদন ও জনদুর্ভোগের বিষয় বিবেচনায় আগামীকালের সব রাজনৈতিক দলের অবস্থান কর্মসূচি পালনে ডিএমপির পক্ষ থেকে অনুমতি দেওয়া হলো না।’
তবে এর আগে বিএনপির সমাবেশে দেওয়া বক্তব্যে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘এখন থেকে আমাদের কোনো অনুমতির প্রয়োজন নেই। কর্মসূচি পালনের জন্য আমরা আর অনুমতি নেব না।’
রাজশাহীর পবা উপজেলায় হাঁসুয়া ও চাপাতির কোপে আমিরুল ইসলাম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছোট ভাই গোলাম আজম (৩০) আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার আলিমগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটেছে।
১৭ মিনিট আগেসিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। তাঁর নাম রাকিবুল হাসান। এ ঘটনায় অপর আরোহী তাঁর বন্ধু আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উল্লাপাড়া উপজেলার মোহনপুর বাজারসংলগ্ন সালসাদী ফিলিং স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১৯ মিনিট আগেচট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রিনা আক্তার (২৬) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর সাড়ে ১২টায় উপজেলার পোমরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বুড়ির দোকান এলাকার নবাবীপাড়া গ্রামে নিজ বসতঘর থেকে তাঁর লাশটি মেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর শ্বশুরকে আটক করেছে পুলিশ।
২৫ মিনিট আগেবিদ্যুৎ বিভাগের ভ্রাম্যমাণ আদালতে হামলা মামলার প্রধান আসামি মো. সাজুকে আটকের পাঁচ ঘণ্টা পর ছেড়ে দিয়েছিল চট্টগ্রাম নগরের খুলশী থানা-পুলিশ। পরে আবার তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে খুলশী থানার পোড়া কলোনির একটি পাহাড় থেকে...
২৭ মিনিট আগে